এইচপি দলের শ্রীলঙ্কা সফর অনিশ্চিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৫ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২০
এইচপি দলের শ্রীলঙ্কা সফর অনিশ্চিত

ফাইল ফটো

প্রাণঘাতি করোনাভাইরাসে নিরাপত্তা জনিত কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ৬৫ সদস্য বিশিষ্ট দলের সফরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এ অবস্থায় বাংলাদেশ হাই পারফরমেন্স (এইচপি) দলের লঙ্কা সফর হঠাৎ করেই অনিশ্চিতায় পড়েছে।

শ্রীলঙ্কার একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বাংলাদেশ থেকে ৬৫ সদস্য বিশিষ্ট দলের সফরের বিষয়ে যে প্রস্তাব দিয়েছিল তা প্রত্যাখ্যান করেছে। কেবলমাত্র বাংলাদেশ জাতীয় দলের সফরের বিষয়ে আগ্রহ দেখিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

জাতীয় দলের সাথেই এইচপি দলের শ্রীলঙ্কা সফর ছিল এবং সফরে কোন প্রস্তুতি ম্যাচের আয়োজন না থাকায় টেস্ট সিরিজের আগে এইচপি দলের সাথে অনুশীলন ম্যাচের পরিকল্পনা ছিল বিসিবির।

সেই হিসেবে ৬০ সদস্যের দল নিয়ে শ্রীলঙ্কা সফর করার পরিকল্পনা ছিল বাংলাদেশের। তবে এসএলসি বিসিবিকে আসন্ন সফরের জন্য সদস্য সংখ্যা কমিয়ে ৩০ জনে আনতে বলেছে। ফলে এইচপি দলের শ্রীলঙ্কা সফর আপাতত স্থগিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
sportsmail24
বিসিবিতে রোববার এ বিষয়ে একটি মিটিং অনুষ্ঠিত হয়, ছবি : বিসিবি

হাই পারফরমেন্স ইউনিটের চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় বলেছেন, ‘এখনও কিছুই চূড়ান্ত হয়নি। তবে আমি আশা করি এটি তিন-চার দিনের মধ্যে চূড়ান্ত হবে। আমরা এসএলসির সাথে যোগাযোগ করছি। তবে এটি শুধুমাত্র এসএলসির বিষয় নয়, এটি সাথে স্বাস্থ্য মন্ত্রণালয় জড়িত।’

তিনি আরও বলেন, ‘তারা (শ্রীলঙ্কা) বিষয়টি নিয়ে আলোচনা করছে এবং আমরাও ভাবছি। যতক্ষণ না সব কিছু স্পষ্ট হচ্ছে, আমরা এ মুহূর্তে এইচপি দল নিয়ে কিছুই বলতে পারছি না।’

এইচপি দলের শ্রীলঙ্কা সফর শেষ পর্যন্ত বাতিল হলেও জাতীয় দলের সফরকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। দুর্জয় বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশীপের কারণে জাতীয় দলের সফর বেশি গুরুত্বপূর্ণ। সে ক্ষেত্রে আমরা যদি টেস্ট চ্যাম্পিয়নশীপটি মিস করি, তবে পরবর্তীতে নতুন সূচি বের করা কঠিন হয়ে পড়বে। তাই জাতীয় দলের জন্য টেস্ট সিরিজটি অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।’

শ্রীলঙ্কা সফরের সম্ভাবনা রয়েছে এমন ২৪ জন সদস্যের ইতোমধ্যে করোনভাইরাস পরীক্ষা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর মধ্যে ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও এইচপি দলের কিছু সদস্যও রয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নিজেকে হারিয়ে খুঁজছেন মিরাজ

নিজেকে হারিয়ে খুঁজছেন মিরাজ

শ্রীলঙ্কায় মমিনুল-মুশফিকদের কোয়ারেন্টাইন সর্বোচ্চ ৭ দিন

শ্রীলঙ্কায় মমিনুল-মুশফিকদের কোয়ারেন্টাইন সর্বোচ্চ ৭ দিন

লাল বলের ক্রিকেটে প্রত্যেকেরই লক্ষ্য থাকে : বিপ্লব

লাল বলের ক্রিকেটে প্রত্যেকেরই লক্ষ্য থাকে : বিপ্লব

আইপিএলের চেয়ে দেশের হয়ে খেলাটা বেশি সম্মানের : মোস্তাফিজ

আইপিএলের চেয়ে দেশের হয়ে খেলাটা বেশি সম্মানের : মোস্তাফিজ