মানসিক চাপ নিতে পারেননি আমির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪১ এএম, ১৩ মে ২০২১
মানসিক চাপ নিতে পারেননি আমির

আন্তর্জাতিক ক্রিকেট থেকে হটাৎ করেই মোহাম্মদ আমিরের অবসর নেওয়ার ঘটনায় বেশ শোরগোল শুরু হয়েছিল। তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিপক্ষে অনেক ধরনের অভিযোগ শোনা গেলেও সেগুলো নিয়ে মুখ খোলেননি তিনি। এবার পিসিবির বিরুদ্ধে মুখ খুললেন মোহাম্মদ আমির।

২০২০ সালে মাত্র ২৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন মোহাম্মদ আমির। তার অবসরের ঘটনায় বেশ সমালোচনার ঝড় উঠেছিল। কোন পরিস্থিতিতে অবসর নিতে বাধ্য হয়েছিলেন সেটা নিয়ে এবার কথা বললেন তিনি।

পাকিস্তানের হয়ে খেলার সময় অনেক মানসিক অত্যাচারের মুখোমুখি হতে হয়েছে বলে জানান তিনি। আর কোনো ক্রিকেটারকে যেন এ ধরনের মানসিক অত্যাচার সহ্য করতে না হয় সে প্রার্থনায় তিনি করেন বলে জানালেন।

আমির বলেন, 'দেশের হয়ে আর খেলবো না এটা ভাবাই বেশ কষ্টের। এই সিদ্ধান্ত নেওয়া কোনো দিক থেকেই সহজ ছিল না। অনেক চিন্তাভাবনা করে এবং কাছের মানুষদের সাথে কথা বলে এ সিদ্ধান্ত নিয়েছি আমি। কেন এমন সিদ্ধান্ত নিয়েছি সেই কথা বললে অনেক ঘটনা উঠে আসবে। প্রার্থনা করি আর কোনো ক্রিকেটারকে যেন এ রকম কোনো ঘটনার মুখোমুখি হতে না হয়। তাদের ক্যারিয়ার যেন ধ্বংস না হয়।'

আমির জানান, তার কাছে সবচেয়ে বড় বিষয় হলো আত্মসন্মান। তিনি বলেন, 'দলে আমাকে কোনো সন্মান দেখানো হত না। সেজন্যই অবসরের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। পাকিস্তান ক্রিকেটের দায়িত্বে যারা আছেন তারা নিজেদের কাজ করেছেন। আমার ক্যারিয়ার এগিয়ে নেওয়ার কাজ ছিল , তবে আমি ক্যারিয়ার এগিয়ে নিতে পারিনি। তবে এখন আমি বেশ সুখী আছি।'

মোহাম্মদ আমির পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে এবং ৫০ টি টি-টোয়েন্টি খেলেছেন। এ সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে শিকার করেছেন ২৫৯ উইকেট। ফিক্সিংয়ের কারণে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ না হলে হয়তো আরও বেশি উইকেট শিকার করতে পারতেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার দল ঘোষণা

টিভি স্বত্ব থেকে ১৫০ কোটি টাকা পাওয়ার আশা বিসিবির

টিভি স্বত্ব থেকে ১৫০ কোটি টাকা পাওয়ার আশা বিসিবির

ইউনাইটেডের হারে ম্যানসিটির শিরোপা উৎসব

ইউনাইটেডের হারে ম্যানসিটির শিরোপা উৎসব

এক ভেন্যুতেই হবে শ্রীলঙ্কা-ভারত সিরিজ

এক ভেন্যুতেই হবে শ্রীলঙ্কা-ভারত সিরিজ