রফিক আজিমের বর্ণবাদ অভিযোগে বরখাস্ত পুরো কোচিং প্যানেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২২ পিএম, ০৪ ডিসেম্বর ২০২১
রফিক আজিমের বর্ণবাদ অভিযোগে বরখাস্ত পুরো কোচিং প্যানেল

সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের ক্রিকেটে চলছে সমালোচনার ঝড়। এরই ধারাবাহিকতায় বরখাস্ত হয়েছে ইংলিশ কাউন্টি দল ইয়র্কশায়ারের পুরো কোচিং প্যানেল।

রফিকের আজিম বর্ণবাদের বিরুদ্ধে অভিযোগ আনার পর থেকেই কাউন্টি ক্রিকেটে শুরু হয়েছে শোরগোল। অনেক তারকা ক্রিকেটারদের বিরুদ্ধেও এসেছে বর্ণবাদের অভিযোগ। এ সময়েই ইয়র্কশায়ারের পুরো কোচিং প্যানেলকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইয়র্কশায়ার কর্তৃপক্ষ।

রফিকের অভিযোগের ভিত্তিতে বরখাস্ত করা হয়েছে পুরো কোচিং প্যানেল। যদিও এখনও সব অভিযোগ প্রমাণিত হয়নি। এছাড়াও ইয়র্কশায়ারের কোচিং প্যানেল থেকে কয়েকজন পদত্যাগও করেছেন।

দুই দফায় ইয়র্কশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেছেন তিনি। প্রথম দফায় ২০০৮ থেকে ২০১৪ এবং দ্বিতীয় দফায় ২০১৬ থেকে ২০১৮। দ্বিতীয় দফায় ইয়র্কশায়ার ছাড়ার সময় বর্ণবাদের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তবে সে সময় তদন্ত করলেও কোনো পদক্ষেপ নেয়নি ইয়র্কশায়ার কর্তৃপক্ষ। 

তবে আবার নতুন করে অভিযোগ তুললে বিষয়টি তৈরি হয় শোরগোল। এ কারণে পদত্যাগ করেন ইয়র্কশায়ার ক্লাবের চেয়ারপারসন রজার হাটন। এছাড়াও ক্লাবের ক্রিকেট পরিচালক মার্টিন মক্সোন এবং অ্যান্ড্রু গ্যালও ক্লাব ছেড়েছেন।

শুধু তাই নয়, পুরো মেডিক্যাল বিভাগকেই বরখাস্ত করেছে ইয়র্কশায়ার ক্লাব কর্তৃপক্ষ। নতুন করে মেডিক্যাল টিম নিয়োগ দেওয়া হবে জানিয়েছে ক্লাবটি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসএলের প্লেয়ার ড্রাফটের তারিখ চূড়ান্ত

পিএসএলের প্লেয়ার ড্রাফটের তারিখ চূড়ান্ত

এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন এজাজ প্যাটেল

এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন এজাজ প্যাটেল

টেস্টে কোহলির সহকারী হবেন রোহিত

টেস্টে কোহলির সহকারী হবেন রোহিত

লঙ্কান ঘূর্ণিতে টেস্ট সিরিজ হারলো ওয়েস্ট ইন্ডিজ

লঙ্কান ঘূর্ণিতে টেস্ট সিরিজ হারলো ওয়েস্ট ইন্ডিজ