আইপিএলের চূড়ান্ত নিলাম তালিকায় পাঁচ বাংলাদেশি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৪ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২২
আইপিএলের চূড়ান্ত নিলাম তালিকায় পাঁচ বাংলাদেশি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চূড়ান্ত নিলাম তালিকায় জায়গা করে নিয়েছেন পাঁচ বাংলাদেশি ক্রিকেটার। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) আইপিএল নিলামের আগে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ৫৯০ জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। সেখানে জায়গা পেয়েছেন সাকিব-মোস্তাফিজসহ পাঁচ ক্রিকেটার।

চলতি বছরের ১২ ও ১৩ ফেব্রুয়ারি আইপিএলের ১৪তম আসরের মেগা নিলাম অনুষ্ঠিত হবে। এ নিলামের আগে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানেই পাঁচ বাংলাদেশি ক্রিকেটারকে রেখেছে তারা।

আইপিএলে খেলার আগ্রহ প্রকাশ করেছিল নয় বাংলাদেশি ক্রিকেটার। তবে চূড়ান্ত নিলামে পাঁচজনের বেশি বাংলাদেশি ক্রিকেটারকে রাখেনি বিসিসিআই। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে চূড়ান্ত নিলামে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম।

পাঁচ বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দুই কোটি রুপির ভিত্তিমূল্যে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। প্রথম ধাপে প্রকাশ করা তালিকাতেই এ বিষয়টি চূড়ান্ত হয়েছিল।

বাংলাদেশ থেকে নিলামে সুযোগ পাওয়া বাকি তিন ক্রিকেটারের সবাই ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে রয়েছেন। এই পাঁচ ক্রিকেটার ছাড়াও শামীম পাটোয়ারি, মুশফিকুর রহিমরা আইপিএলের নিলামে নাম দিয়েছিলেন।

সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান আইপিএলের নিয়মিত খেললেও বাংলাদেশের বাকি তিন ক্রিকেটার এখনও আইপিএলে খেলেননি। এদের মধ্যে শরিফুল ইসলাম প্রথমবারের মতো আইপিএলের নিলামে নিজের নাম তুলেছেন।

চলতি বছরের ২৭ মার্চ থেকে মাঠে গড়াবে আইপিএলের ১৫তম আসর। এ আসরের সবগুলো ম্যাচই মহারাষ্ট্রের তিন ভেন্যুতে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে ২২ সপ্তাহের বায়ো-বাবল, খেলবেন না স্টার্ক

আইপিএলে ২২ সপ্তাহের বায়ো-বাবল, খেলবেন না স্টার্ক

আইপিএল শুরু ২৭ মার্চ, একমাত্র ভেন্যু মহারাষ্ট্র

আইপিএল শুরু ২৭ মার্চ, একমাত্র ভেন্যু মহারাষ্ট্র

আইপিএলে লাক্ষ্ণৌ ফ্রাঞ্চাইজির অধিনায়ক রাহুল

আইপিএলে লাক্ষ্ণৌ ফ্রাঞ্চাইজির অধিনায়ক রাহুল

আইপিএলে সাকিবের সমান ভিত্তিমূল্যে মোস্তাফিজ

আইপিএলে সাকিবের সমান ভিত্তিমূল্যে মোস্তাফিজ