কিংবদন্তি মোহাম্মদ আলীর সাথে বাবরকে তুলনা করলেন ভিভ রিচার্ডস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৩ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২২
কিংবদন্তি মোহাম্মদ আলীর সাথে বাবরকে তুলনা করলেন ভিভ রিচার্ডস

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের পরামর্শদাতা হিসাবে আছেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস। খুব কাছ থেকেই তিনি দেখছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে। বাবরকে এবার বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলীর সাথে তুলনা করলেন রিচার্ডস।

পাকিস্তানের শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যমকে দেয়া একান্ত স্বাক্ষাৎকারে বাবরের বিষয়টা টেনে আনেন এই কিংবদন্তি খেলোয়াড়। সেখানে বাবর ছাড়াও পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদের প্রশংসা করেছেন তিনি। সরফরাজ দলের মাঝে শক্তি ও উদ্দীপনা বৃদ্ধির কাজটা করেন বলে মনে করেন তিনি।

বাবরকে নিয়ে রিচার্ড বলেন রিচার্ড বলেন, ‘তাকে (বাবর) খেলতে দেখতে সবসময়ই ভালো লাগে। সে এমন একজন যিনি নিজের চেয়ে দলের সাফল্যের দিকে বেশি মনোযোগী। বাবর সেরা ফর্মে আছে। প্রচলিত শট খেলার ক্ষেত্রে সে সবার চেয়ে আলাদা। এই শট সাধারণত টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে দেখতে পাবেন।’

ক্যারিবীয় কিংবদন্তি আরও বলেন, ‘আমি বাবরের যে দিকটা ভালোবাসি তা হলো ,আপনি দেখতে পাবেন না যে সে কি করেতেছে। সে মোহাম্মদ আলীর মতো। সে যখন তার গন্ডির মধ্য থাকবে, সে আপনাকে ধাক্কা দিবে কিন্তু আপনি বুঝতেও পারবেন না। এভাবে সে অনেক সময় ধরে খেলতে পারে এবং জিতে আসে।’

সরফরাজের প্রশংসা করে ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের সেরা এই কিংবদন্তি বলেন, ‘আমি সবসময় উদ্দীপনা এবং শক্তি নিয়ে ফিরে আসাটা পছন্দ করি। আমি তাকে (সরফরাজ) অনেক অনুষ্ঠানে এটা করতে দেখেছি। তাকে উৎসাহিত করার জন্য আজ আমি তার সাথে কথা বলছিলাম। তাকে জানিয়েছি যে তিনি এমন একজন মানুষ যিনি যা করতে চান তা অর্জন করতে পারেন। সে যেনো সামনে এগিয়ে যায়।’

সরফরাজের সংগ্রামের বিষয়ে মন্তব্য করে রিচার্ডস বলেন, ‘অ্যাথলেটরা সাধারণত তাদের ক্যারিয়ারে এমন প্যাচের মুখোমুখি হয় যেখানে তারা তাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। সরফরাজ এমন একজন ব্যক্তি যার আত্মবিশ্বাস বেশি। সে সহজে হারতে চায় না এবং সবসময় আশেপাশের খেলোয়াড়দের উৎসাহিত করে।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

হয় ম্যাচ জেতাও, নয়তো আউট হয়ে যাও : বাবরকে ইনজামাম

হয় ম্যাচ জেতাও, নয়তো আউট হয়ে যাও : বাবরকে ইনজামাম

সালমান বাট-সরফরাজের মধ্যে চলছে ইট-পাটকেল ছোড়াছুড়ি

সালমান বাট-সরফরাজের মধ্যে চলছে ইট-পাটকেল ছোড়াছুড়ি

পিএসএলে বাবর আজমের পারফরম্যান্সে হতাশ করাচির ভক্তরা

পিএসএলে বাবর আজমের পারফরম্যান্সে হতাশ করাচির ভক্তরা

বিমানবন্দরে বন্ধু শাদাবকে চমকে দিলেন ‘ড্রাইভার’ হাসান আলি

বিমানবন্দরে বন্ধু শাদাবকে চমকে দিলেন ‘ড্রাইভার’ হাসান আলি