যুব পিএসএলে মেন্টরের দায়িত্বে ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২০ পিএম, ২৪ আগস্ট ২০২২
যুব পিএসএলে মেন্টরের দায়িত্বে ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডস

যুব ক্রিকেটারদের ফ্রাঞ্চাইজি লিগের স্বাদ দিতে উঠে পড়ে লেগেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা। বিশ্বের প্রথম দেশ হিসেবে যুবাদের ফ্রাঞ্চাইজি লিগ চালু করতে যাওয়া পাকিস্তান প্রতিটি দলের সাথেই রাখবে একজন করে কিংবদন্তি ক্রিকেটারকে। এরই অংশ হিসেবে এবার যুব পিএসএলে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডস।

এখনো সূচি কিংবা দল চূড়ান্ত না হলেও চলতি বছরের ১ অক্টোবর যুব পিএসএল শুরু হওয়ার কথা রয়েছে। টুর্নামেন্টে ছয় দলের সাথে কাজ করার জন্য আগেই চার মেন্টর নিয়োগ দিয়েছিল পিসিবি।

এরই ধারাবাহিকতায় পঞ্চম মেন্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ভিভ রিচার্ডস। অবশ্য তিনি এককভাবে নন, কাজ করবেন পাকিস্তানের কিংবদন্তি সাবেক ব্যাটার জাভেদ মিয়াঁদাদের সাথে। তার নিয়োগের ব্যাপারটি চূড়ান্ত করেছে পিসিবি।

ভিভ রিচার্ডসের আগে যুব পিএসএলে মেন্টর হিসেবে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছেন আরও চার কিংবদন্তি ক্রিকেটার। তারা হলেন- জাভেদ মিয়াঁদাদ, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক ও ড্যারেন স্যামি।

টুর্নামেন্টের সাথে চুক্তিবদ্ধ হয়ে বেশ উচ্ছ্বসিত ভিভ রিচার্ডসও। বলেন, “পাকিস্তান বরাবরই দারুণ সব ক্রিকেটার তুলে আনার জন্য প্রসিদ্ধ। এরই অংশ হিসেবে ওরা যুব ফ্রাঞ্চাইজি লিগও শুরু করেছে। এখানে কাজ করতে আমি মুখিয়ে আছি।”

যুব পিএসএলে ভিভ রিচার্ডসের সঙ্গী হবেন জাভেদ মিয়াঁদাদ। খেলোয়াড়ী জীবনে প্রবল প্রতিপক্ষের সাথে কাজ করতেও তিনি যে মুখিয়ে আছেন তাও স্পষ্ট করেছেন। বলেন, “খেলোয়াড়ি জীবনে আমাদের দারুণ স্মৃতি আছে। হার না মানার মানসিকতায় সে দারুণ এগিয়ে ছিল। যুব পিএসএলে তার সাথে কাজ করতে আমি মুখিয়ে আছি। আশা করি, তরুণদের দারুণ কিছু শেখাতে পারবো।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলের উইন্ডোতে হবে পিএসএল!

আইপিএলের উইন্ডোতে হবে পিএসএল!

জুনিয়র পিএসএলে মেন্টরের দায়িত্বে আফ্রিদি-স্যামি-মালিক

জুনিয়র পিএসএলে মেন্টরের দায়িত্বে আফ্রিদি-স্যামি-মালিক

যুব পিএসএলে ফ্রাঞ্চাইজির মূল্য সাড়ে ছয় কোটি টাকা 

যুব পিএসএলে ফ্রাঞ্চাইজির মূল্য সাড়ে ছয় কোটি টাকা 

পিএসএলে মানসিক অবসাদে পড়েছিলেন জেসন রয়

পিএসএলে মানসিক অবসাদে পড়েছিলেন জেসন রয়