আইপিএলে মোস্তাফিজদের কোচিং প্যানেলে অজিত আগারকার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১১ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২
আইপিএলে মোস্তাফিজদের কোচিং প্যানেলে অজিত আগারকার

কিছুদিন ধরেই ভারতীয় ক্রিকেটে গুঞ্জন জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ পাবেন অজিত আগারকার। সেই গুঞ্জনের মধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের সহাকারী কোচের দায়িত্ব নিয়েছেন অজিত।

কিছুদিন ধরেই শোনা যাচ্ছে ভারতীয় দলের বোলিং কোচ পরশ মাম্রেব্রেকে সরিয়ে অজিত আগারকারকে দায়িত্ব দিবে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে সে বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা।

এদিকে দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচের পদ থেকে থেকে সরে দাড়িয়েছেন সাবেক অজি ক্রিকেটার জেমস হোপস। তার স্থলাভিষিক্ত হয়েছেন অজিত আগারকার। এ দলের হেড কোচের দায়িত্বে আছেন অজি কিংবদন্তি ব্যাটার রিকি পন্টিং।

দিল্লিতে নিজের নিয়োগের ব্যাপারটি নিশ্চিত করে অজিত জানিয়েছেন, দিল্লির সাথে সকল ধরনের কথাবার্তা শেষ। কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে।

এদিকে চলতি বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলের সাথে পেস বোলিং পরামর্শক এবং মেন্টর নিয়োগ দিতে আগ্রহী ভারতীয় দল। এ দুই পদের জন্য আলোচনায় আছেন যথাক্রমে অজিত আগারকার এবং জহির খান।

তবে দুইজনই বর্তমানে আইপিএলের দুই ফ্রাঞ্চাইজিতে কাজ করায় বিষয়টি কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা। তবে তাদেরকে নিয়োগের সকল ধরনের প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য যে, আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেট পরিচালক পদে কাজ করছেন জহির খান। আর দিল্লির সহকারী কোচের দায়িত্ব পেলেন অজিত আগারকার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অক্সিজেনের জন্য অর্থ সাহায্য দিল ধাওয়ান

অক্সিজেনের জন্য অর্থ সাহায্য দিল ধাওয়ান

নেটে বুমরাহকে খেলতে উদগ্রীব হয়ে আছি : টিম ডেভিড

নেটে বুমরাহকে খেলতে উদগ্রীব হয়ে আছি : টিম ডেভিড

আমি ঋষভের জায়গা নিতে চাই না : ঈশান কিষাণ

আমি ঋষভের জায়গা নিতে চাই না : ঈশান কিষাণ

আইপিএল নিলামে ঝড় তোলা হাঙ্গারগেকারের বিরুদ্ধে বয়স চুরির অভিযোগ

আইপিএল নিলামে ঝড় তোলা হাঙ্গারগেকারের বিরুদ্ধে বয়স চুরির অভিযোগ