পিএসএলে ফাইনাল খেলতে বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে রশিদ খান!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৯ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২
পিএসএলে ফাইনাল খেলতে বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে রশিদ খান!

বাংলাদেশ সফরে প্রথম দুই ম্যাচে হেরে ওয়ানডে সিরিজ হার নিশ্চিত করেছে আফগানিস্তান। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে আফগানিস্তানের হয়ে মাঠে নামবেন না রশিদ খান। পরিবর্তে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামবেন তিনি।

রোববার (২৮ ফেব্রুয়ারি) পিএসএলের সপ্তম আসরের ফাইনালে মুখোমুখি হবে মুলতান সুলতান্স এবং লাহোর কালান্দার্স। ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুলতান সুলতান্সের বিপক্ষে নিজেদের শক্তি বৃদ্ধি করতেই তাকে ফিরিয়ে নিচ্ছে লাহোর।

রোববার পিএসএলের ফাইনাল শুরুর কয়েক ঘণ্টা আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামবে আফগানিস্তান। এ ম্যাচে দলের সাথে স্কোয়াডের অন্য সবাই থাকলেও থাকছেন না রশিদ খান।

তার লাহোর দলের সাথে যোগ দেওয়ার বিষয়টি পাকিস্তানি গণমাধ্যমকে নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ। যদিও আফগানিস্তান দলের পক্ষ থেকে এখনো কোন কিছু জানানো হয়নি। 

২০ ফেব্রুয়ারি জাতীয় দলের হয়ে বাংলাদেশ এবং আফগানিস্তান সিরিজ খেলার জন্য পিএসএল ছাড়েন রশিদ খান। রশিদের দারুণ পারফর্মেন্সের জন্য তাকে গার্ড অব অনারও দেয় লাহোর। তবে আবারও তাকে ফিরিয়ে নিচ্ছে।

এদিকে রশিদের বদলি হিসেবে লাহোর দলে যোগ দিয়েছিলেন অস্ট্রেলিয়ান লেগ স্পিনার ফাওয়াদ আহমেদ। তার বদলি হিসেবেই রশিদকে আবারও দলে টেনেছে লাহোর।

পিএসএলের সপ্তম আসরে নয় ম্যাচে ১৩ উইকেট শিকার করেছিলেন রশিদ খান। তার দারুণ পারফর্মেন্সে গ্রুপ পর্বে বেশ ছন্দে ছিল শাহিন শাহ আফ্রিদির লাহোর। এবার ফাইনালের আগেই ফ্রাঞ্চাইজিটি তাকে আবারও দলে ভেড়ালো।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আবারও পিএসএলে ফিরছেন আলেক্স হেলস

আবারও পিএসএলে ফিরছেন আলেক্স হেলস

সরফরাজের অধিনায়কত্বের ধরণ বদলানোর প্রয়োজন নেই : রশিদ লতিফ

সরফরাজের অধিনায়কত্বের ধরণ বদলানোর প্রয়োজন নেই : রশিদ লতিফ

শাহীন আফ্রিদির শেষ ওভারের 'বীরত্বের' প্রশংসা করলেন শহিদ আফ্রিদী

শাহীন আফ্রিদির শেষ ওভারের 'বীরত্বের' প্রশংসা করলেন শহিদ আফ্রিদী

মাঠেই সতীর্থ থাপ্পড় মেরে সমালোচনায় বিদ্ধ হারিস রউফ

মাঠেই সতীর্থ থাপ্পড় মেরে সমালোচনায় বিদ্ধ হারিস রউফ