মানকাডিংয়ের বিপক্ষে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫০ পিএম, ১০ মার্চ ২০২২
মানকাডিংয়ের বিপক্ষে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড

মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) বৈধতা দিয়েছে মানকাড আউটকে। এতোদিন মানকাডিংকে আনফেয়ার প্লের অন্তর্ভূক্ত রাখলেও এখন থেকে রানআউটের মর্যাদা পাবে এটি। এমসিসির এই সিদ্ধান্তের পরও মানকাডিংয়ের বিপক্ষেই থাকছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড।

মঙ্গলবার (৮ মার্চ) এক মানকাডিংকে রানআউট হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নিয়েছে এমসিসি। এমসিসি সিদ্ধান্ত দিলেও এখন অপেক্ষা বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিলের অনুমোদনের।

১৯৪৭ সালে অস্ট্রেলিয়া বিপক্ষে ম্যাচ চলাকালীন নন-স্ট্রাইক প্রান্তে থাকা অজি ব্যাটার বিল ব্রাউনকে আউট করে মানকাড আউটের সূচনা করেন ভারতীয় ক্রিকেটার ভিনু মানকড়। এরপর থেকেই এই আউট নিয়ে রয়েছে নানা ধরনের সমালোচনা। কোনো কোনো ক্রিকেটবোদ্ধা এই আউটকে ক্রিকেটের স্পিরিটের বিরুদ্ধে বলেও রায় দিয়েছেন। তবে এইসব সমালোচনাকে কানে না তুলে শেষ পর্যন্ত মানকাডকে রান আউটের মর্যাদা দিয়েছে এমসিসি। 

এমসিসির এই সিদ্ধান্তের পরও স্টুয়ার্ট ব্রড কখনই মানকাড আউট করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘আমার মনে হয় এটা অন্যায় এবং এটাকে অন্যায় হিসেবেই বিবেচনা করা উচিত। আমার মতামত হলো ব্যাটারদের আউট করার জন্য স্কিল থাকা দরকার। মানকাড করতে বোলারদের কোনো স্কিলের প্রয়োজন নেই।’

ইংল্যান্ডের হয়ে টেস্টে ৫৩৭ উইকেট শিকার করা ব্রড জানান, তার নিজের মধ্যে মানকাড করার কোনো ধরনের ইচ্ছা নেই। আর তিনি মানকাড আউট করতেও চান না।

মানকাড আইনের কারণে এখন থেকে নন-স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটাররা এখন থেকে বোলার বল করার আগে ক্রিজ থেকে বের হতে পারবেন না। ফলে নন স্ট্রাইকিং প্রান্তে ব্যাটারকে সামনে এগিয়ে যাওয়ার জন্য বোলারের বল ছোড়ার সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

সারের হয়ে ‘ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্ট’ মাতাবেন সুনীল নারিন

সারের হয়ে ‘ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্ট’ মাতাবেন সুনীল নারিন

ব্রড-অ্যান্ডারসন ছাড়াও ইংল্যান্ডের বোলিং বিপদজনক: ফিল সিমন্স

ব্রড-অ্যান্ডারসন ছাড়াও ইংল্যান্ডের বোলিং বিপদজনক: ফিল সিমন্স

এখনই ক্যারিয়ারের শেষ চান না অ্যান্ডারসন

এখনই ক্যারিয়ারের শেষ চান না অ্যান্ডারসন

ইংলিশদের আইপিএল নয়, কাউন্টি খেলার পরামর্শ আর্থারের 

ইংলিশদের আইপিএল নয়, কাউন্টি খেলার পরামর্শ আর্থারের