সাকিব স্যাক্রিফাইস করছে, এটা গুড নিউজ : সুজন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪১ পিএম, ২১ মার্চ ২০২২
সাকিব স্যাক্রিফাইস করছে, এটা গুড নিউজ : সুজন

দেশে পরিবারের পাঁচ সদস্য হাসপাতালে ভর্তি। এমন অবস্থায় দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথে দেশে ফিরে আসবেন এমন গুঞ্জন উঠেছিল। তবে তিনি আসছেন না। দেশের খেলার কথা ভেবে দক্ষিণ আফ্রিকায় থেকে গেছেন সাকিব। বিষয়টি ‘গুড নিউজ’ বলে আখ্যা দিয়েছেন দলের সাথে থাকা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

সোমবার (২১ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, যে কোনো সময় দেশে ফিরতে পারেন সাকিব।

তবে জালাল ইউনুসের ওই বক্তব্যের পর দক্ষিণ আফ্রিকা থেকে দেওয়া ভিডিও বার্তায় টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানান, দেশে ফিরছেন না সাকিব। বরং পরিবারের এই সমস্যার মধ্যেও জাতীয় দলের হয়ে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে খেলবেন সাকিব।

সাকিবের এই আত্মত্যাগের বিষয়টি বেশ ইতিবাচকভাবেই দেখছেন খালেদ মাহমুদ সুজন। তার মতে, দলের জন্য সাকিব যে স্যাক্রিফাইস করেছে -এটা দলের জন্য সুখবর।

খালেদ মাহমুদ সুজন বলেন, ‘এটা একটা অভুতপূর্ব ব্যাপার, সাকিব স্যাক্রিফাইস করছে। আমাদের জন্য খুব ভালো সংবাদ। আশা করি, বাসায় পরিস্থিতি ভালো থাকবে।’

সাকিবকে ছাড়া দল গঠনে বেশ অসুবিধা হয় -এ বিষয়টিও সাকিবের অজানা নয় বলেও জানান খালেদ মাহমুদ সুজন। বলেন, ‘ও (সাকিব) জানে যে, ওকে ছাড়া আমারদের কম্বিনেশন তৈরি করা কতটা কঠিন।’

সাকিবের এ আত্মত্যাগের পরও পরিবারের ব্যাপারটি সবার জন্যই গুরুত্বপূর্ণ বলেও জানান সুজন। সাকিবের দেশে ফেরার বিষয়ে একেক বার একেক ধরনের সিদ্ধান্ত আসার কারণ সম্পর্কে সুজন বলেন, ‘এটাতে আমাদের হাত নেই। পারিবারিক ব্যাপারটা সবসময় গুরুত্বপূর্ণ সবার জন্য, ওর জন্যও। এ জন্য ব্যাপারটা (দেশে ফেরার বিষয়) বার বার এ রকম হচ্ছে।’

এদিকে, প্রথমে দক্ষিণ আফ্রিকা সফরে রাজি না থাকলেও পরে অবশ্য দলের সাথে যোগ দিয়েছেন সাকিব। তবে এরপরও খেলার প্রতি তার পূর্ণ মনোযোগ ছিল বলে জানান সুজন।

খালেদ মাহমুদ বলেন, ‘ও (সাকিব) সবগুলো ম্যাচ খেলতে চায়। প্রথম থেকেই খেলার ব্যাপারে খুবই আগ্রহী, খুব সিরিয়াস। প্রথম ম্যাচে দারুণ ব্যাটিং করেছে। দ্বিতীয় ম্যাচে রান না পেলেও ভালো বোলিং করেছে। ও ভালো খেলতে চায়, সিরিজটা জিততে চায়।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট সিরিজে সাকিবকে না পাওয়ার শঙ্কা

টেস্ট সিরিজে সাকিবকে না পাওয়ার শঙ্কা

দেশের কথা ভেবে ফিরছেন না সাকিব, খেলবেন শেষ ওয়ানডে

দেশের কথা ভেবে ফিরছেন না সাকিব, খেলবেন শেষ ওয়ানডে

জাতীয় দলের খেলা থাকায় মিললো না তাসকিনের ছাড়পত্র

জাতীয় দলের খেলা থাকায় মিললো না তাসকিনের ছাড়পত্র

সাকিবের পরিবারের পাঁচজন হাসপাতালে ভর্তি

সাকিবের পরিবারের পাঁচজন হাসপাতালে ভর্তি