মেহেদি মারুফের সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের টানা দ্বিতীয় হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ০৮ এপ্রিল ২০২২
মেহেদি মারুফের সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের টানা দ্বিতীয় হার

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শ্বাসরুদ্ধকর ম্যাচ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৪ রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। গাজী গ্রুপের দেওয়া ২৫৭ রানের লক্ষ্য তাড়া করে ২৫২ রানে থেমেছে প্রাইম ব্যাংকের ইনিংস।

২৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে যথারীতি প্রাইম ব্যাংকের দুই ওপেনার এনামুল হক বিজয় ও শাহাদাত হোসেন দিপু মিলে গড়েন ৫২ রানের জুটি। দিপু ২২ রানে ফিরলেও অভিমন্যু ঈশ্বরনকে জুটি গড়েন বিজয়।

৫৭ রানে ঈশ্বরণ ফিরলে প্যাভিলিয়নে যাওয়া আসার মিছিলে যোগ দেন প্রাইম ব্যাংকের ব্যাটাররা। তবে এর মধ্যেই ব্যতিক্রম হয়ে ছিলেন এনামুল হক নিজয়। ১০০ বলে ৮৫ রানের ইনিংস খেলেন তিনি। 

গাজী গ্রুপের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন হাবিব মেহেদী এবং রাকিবুল আতিক। আর দুইটি উইকেট শিকার করেন মাহমুদুল হাসান।

আগে ব্যাট করতে নেমে ব্যাট হাতে একাই লড়াই করেন মেহেদী মারুফ। তার ব্যাট থেকে ১১৮ রান। এছাড়াও আল আমিন জুনিয়রের ব্যাট থেকে আসে ৩৫ রান।

প্রাইম ব্যাংকের হয়ে রেজাউর রহমান রাজা তিন উইকেট শিকার করেন। তিন উইকেট নিতে তিনি খরচ করেন ৭৮ রান। এছাড়াও রুবেল হোসেন দুইটি উইকেট শিকার করেন। 

এ নিয়ে টানা দুই ম্যাচ হারলো প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ডিপিএলে ৯ ম্যাচে ৬ জয় নিয়ে লিগে দুই নম্বরে অবস্থান করছে প্রাইম ব্যাংক।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

পারভেজ রসুলের পারফর্মেন্সে আবাহনীকে হারালো শেখ জামাল

পারভেজ রসুলের পারফর্মেন্সে আবাহনীকে হারালো শেখ জামাল

চিরপ্রতিদ্বন্দ্বি আবাহনীর কাছে হারলো মোহামেডান

চিরপ্রতিদ্বন্দ্বি আবাহনীর কাছে হারলো মোহামেডান

টেস্ট আমার খুব পছন্দ, সারাদিন মাঠে থাকতে ভালো লাগে: বিজয়

টেস্ট আমার খুব পছন্দ, সারাদিন মাঠে থাকতে ভালো লাগে: বিজয়

ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন আশরাফুল

ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন আশরাফুল