মাঠের ‌‘প্রতিপক্ষ’ হয়ে রুমানা-জাহানারার দুবাই যাত্রা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৮ পিএম, ৩০ এপ্রিল ২০২২
মাঠের ‌‘প্রতিপক্ষ’ হয়ে রুমানা-জাহানারার দুবাই যাত্রা

দুবাইয়ে ‘ফেয়ারব্রেক’ আমন্ত্রণমূলক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে খেলতে ঢাকা ছাড়লেন বাংলাদেশ নারী ক্রিকেটার জাহানারা আলম ও রুমানা আহমেদ। শনিবার (৩০ এপ্রিল) সকাল ৮টার দুবাইয়ের উদ্দেশে তারা ঢাকা থেকে বিমান ধরেন।

বাংলাদেশের দুই নারী ক্রিকেটার ‘ফেয়ারব্রেক’ আমন্ত্রণমূলক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন দুই দলের হয়েছে। দেশ থেকে একসাথে একই বিমানে দুবাই গেলেও মাঠের খেলায় মূলত তারা একে অপরের প্রতিপক্ষ।

টুর্নামেন্টে জাহানারা আলম খেলবেন টিম ফ্যালকনের হয়ে। টিম ফ্যালকনের নেতৃত্ব দেবেন নিউজিল্যান্ড অধিনায়ক সুজি বেটস। আর রুমানা খেলবেন বার্মি আর্মি দলের হয়ে।

বিদেশি লিগ খেলার সুযোগ আসায় এবার আর পরিবারের সঙ্গে ঈদ করা হচ্ছে না রুমানা ও জাহানারার। দুবাই থেকে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে নামবেন তারা। দুই বছর বিরতির পর ২০ মে থেকে মাঠে গড়াবে মেয়েদের এ ঘরোয়া আসর।

২০১৩ সালে ‘উইমেন্স ইন্টারন্যাশনাল ক্রিকেট লিগ’ নামে প্রতিষ্ঠিত হয় ফেয়ারব্রেক। ১- ১৫ মে অনুষ্ঠিতব্য ১৯টি ম্যাচ টুর্নামেন্টের এবারের আসরে ৩০টি দেশের নারী ক্রিকেটাররা ছয়টি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করবেন।

২০১৮ সালে প্রথম যুক্তরাজ্যে প্রীতি ম্যাচ আয়োজন করে ফেয়ারব্রেক। ২০১৯ সালে ১০টি দেশের ১৪ জন ক্রিকেটার নিয়ে গঠন করা হয়েছিল ফেয়ারব্রেক একাদশ। পরে তারা ৪টি ম্যাচ খেলে।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়ানডে বিশ্বকাপে আইসিসির সেরা একাদশে সালমা খাতুন

ওয়ানডে বিশ্বকাপে আইসিসির সেরা একাদশে সালমা খাতুন

প্রাপ্তি-অপ্রাপ্তিতে টাইগ্রেসদের ‘স্মরণীয়’ বিশ্বকাপ

প্রাপ্তি-অপ্রাপ্তিতে টাইগ্রেসদের ‘স্মরণীয়’ বিশ্বকাপ

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে হাজার রান ক্লাবে ফারজানা

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে হাজার রান ক্লাবে ফারজানা

ক্লোজ ম্যাচ জিততে বেশি ম্যাচ খেলতে চান নিগার সুলতানা

ক্লোজ ম্যাচ জিততে বেশি ম্যাচ খেলতে চান নিগার সুলতানা