এখনও জয়ের আশা দেখছে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১০ পিএম, ১৮ জুন ২০২২
এখনও জয়ের আশা দেখছে বাংলাদেশ

অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১০৩ রানেই শেষ হয় সাকিব-তামিমদের প্রথম ইনিংস। তবে বোলারদের দারুণ বোলিংয়ে ম্যাচে ফিরেছে টাইগাররা। বোলারদের কল্যাণেই এখনো জয়ের আশা দেখছে বাংলাদেশ।

প্রথম ইনিংসে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। তবে ব্যাটারদের হতাশাজনক পারফর্মেন্সের সময় ঢাল হয়ে দাঁড়িয়েছেন বোলাররা। মিরাজ-এবাদতদের দারুণ বোলিংয়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ২৬৫ রানেই থামিয়ে দিয়েছে সাকিবের দল।

যদিও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ইতিমধ্যে ৫০ রানে দুই উইকেট হারিয়ে ফেলেছে তারা। কিন্তু এতে হতাশ হচ্ছে না টাইগাররা, বরং টেস্টের বাকি সময়ে ভালো খেলে জয় ছিনিয়ে আনতে চায়। 

ক্যারিবিয়ান দীপপুঞ্জে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে জয়ের লক্ষ্যের কথাই জানালেন পেসার খালেদ আহমেদ। বলেন “আমরা তো খেলব জেতার জন্যই। চেষ্টা থাকবে ব্যাটাররা যেন স্কোরবোর্ডে যতটা সম্ভব রান আনতে পারে। যেন খেলাটা পাঁচ দিনে গিয়ে শেষ হয়, এটাই লক্ষ্য।”

ওয়েস্ট ইন্ডিজকে ২৬৫ রানে গুটিয়ে দিয়ে লড়াইয়ে বাংলাদেশ

তবে খালেদ এটাও মনে করিয়ে দিলেন অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের ভাগ্য নির্ভর করছে ব্যাটারদের উপর। “আমাদের লক্ষ্য জেতার। বাকিটা ওদের (ব্যাটারদের) হাতে। ওরা ভালো রান এনে দিলে ইনশাল্লাহ আমরা বোলিং দিয়ে জেতার চেষ্টা করব” যোগ করেন খালেদ।

উইকেট ব্যাটারদের জন্যই বেশি সহায়ক বলে জানিয়েছেন খালেদ। আশা করছেন তৃতীয় দিনে লিটন-সাকিবরা ভালো খেলবে। বলেন,  “উইকেট খুবই ভালো, বোলারদের জন্য অতটাও হেল্প নাই। আমাদের ব্যাটারারা ইনশাল্লাহ ভালো খেলবে কালকে (তৃতীয়)।”

sportsmail24

অধিনায়ক সাকিব আগে থেকেই বলে দিয়েছিলেন উইকেট আস্তে আস্তে ব্যাটিং সহায়ক হয়ে উঠবে। এটা মাথায় রেখেই বোলারদের বোলিং করতে বলেছেন, জানান খালেদ। “সাকিব ভাই বলেছিলেন উইকেট হয়তো শুকাবে, ময়েশ্চার থাকবে না। আমরা যেন আমাদের প্রক্রিয়া ঠিক রেখে বোলিং করি। আমরাও সেভাবেই বোলিং করার চেষ্টা করেছি” যোগ করেন তিনি।

অধিনায়ক হিসেবে অ্যান্টিগা টেস্ট দিয়েই তৃতীয় মেয়াদে যাত্রা শুরু করলেন সাকিব আল হাসান। প্রথম ইনিংসে বাকিদের ব্যর্থতার মিছিলে জলজল করছে সাকিবের ৫১ রানের ইনিংসটি। ব্যাটার হিসেবে ভালো শুরু করছেন। এখন নিশ্চয়ই চাইবেন জয় দিয়েই অধিনায়কত্বের তৃতীয় মেয়াদ শুরু করতে।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

৪৯৮, ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো ইংল্যান্ড

৪৯৮, ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো ইংল্যান্ড

'কয়েকজন ভারতীয় ক্রিকেটারের জন্য ভেস্তে যেতে বসেছিল পুরো সিরিজ'

'কয়েকজন ভারতীয় ক্রিকেটারের জন্য ভেস্তে যেতে বসেছিল পুরো সিরিজ'

বাবর আজম-বিরাট কোহলিরা খেলবেন এক দলে!

বাবর আজম-বিরাট কোহলিরা খেলবেন এক দলে!

শতবর্ষে বিশ্বকাপ: ২০৩০ সালে স্বাগতিক হতে চায় আর্জেন্টিনা-উরুগুয়ে

শতবর্ষে বিশ্বকাপ: ২০৩০ সালে স্বাগতিক হতে চায় আর্জেন্টিনা-উরুগুয়ে