হোয়াইটওয়াশের লজ্জার দিনেও সাকিবের রেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৪ এএম, ০৮ জুন ২০১৮
হোয়াইটওয়াশের লজ্জার দিনেও সাকিবের রেকর্ড

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে শেষ ম্যাচে বাংলাদেশকে ১ রানে হারিয়ে দিয়েছে আফগানরা। তবে এমন লজ্জার দিনেও আন্তর্জাতিক ক্রিকেটে অনন্য এক রেকর্ড স্পর্শ করেন বাংলাদেশের সাকিব আল হাসান।

নিজের আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৩০২ ম্যাচে ব্যাট হাতে অন্তত ১০ হাজার রান এবং বল হাতে অন্তত ৫শ’ উইকেট শিকারের নজির গড়েছেন সাকিব। এর আগে এ রেকর্ড স্পর্শ করেছেন বিশ্বের দুই অলরাউন্ডার দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও পাকিস্তানের শহিদ আফ্রিদি।

ক্যালিস ও আফ্রিদির মত আন্তর্জাতিক ক্রিকেটে অন্তত ১০ হাজার ও ৫শ’ উইকেট শিকার করে তাদের পাশে বসেন সাকিব। তবে তাদেরকে ছাড়িয়ে বিশ্বরেকর্ডই গড়লেন তিনি। কারণ ক্যালিস ও আফ্রিদির যেখানে লেগেছে ৫শ’র বেশি ম্যাচ, সেখানে সাকিবের লাগলো ৩০১তম ম্যাচ।

দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৬ রানে ১ উইকেট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ৫শ’ উইকেট শিকার করেন সাকিব। অবশ্য ব্যাট হাতে আগেই ১০ হাজার রান পূর্ণ করেছেন তিনি।

টেস্টে ৩৫৯৪, ওয়ানডেতে ৫২৪৩ ও টি-টোয়েন্টিতে ১২৬৫ রান করেছেন সাকিব। বল হাতে টেস্টে ১৮৮, ওয়ানডেতে ২৩৫ ও টি-টোয়েন্টিতে ৭৭ উইকেট শিকার করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।


শেয়ার করুন :


আরও পড়ুন

সিরিজ হারের পর হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

সিরিজ হারের পর হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

মাশরাফি-সাকিবদের কোচ স্টিভ রোডস

মাশরাফি-সাকিবদের কোচ স্টিভ রোডস

বাংলাদেশের ৭৫ রানের লজ্জাজনক হার

বাংলাদেশের ৭৫ রানের লজ্জাজনক হার

আফগানদের কাছে সিরিজ হারালো বাংলাদেশ

আফগানদের কাছে সিরিজ হারালো বাংলাদেশ