জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ০৭ জুলাই ২০২২
জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে দেশে ফিরেই জিম্বাবুয়ের উদ্দেশে উড়াল দিবে বাংলাদেশ দল। সেই সফরের দলে থাকবেন না বাংলাদেশ দলের টেস্ট কাপ্তান সাকিব আল হাসান। বিষয়টি সংবামাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

ওয়ানডে সুপার লিগের অংশ না হওয়ায় সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই জিম্বাবুয়ে সফরের চিন্তা ছিল বিসিবির। তবে ক্রিকেটারদের আপত্তির মুখে তা হচ্ছে না। অর্থাৎ পূর্ণ শক্তির দল নিয়েই আফ্রিকার দেশটিতে যাবে বাংলাদেশ। তবে থাকছেন না দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজে সাকিবের থাকা না থাকা নিয়ে রয়েছে অনিশ্চয়তার বেড়াজাল। সেই বেড়াজাল এখনো না ভাঙলেও আগে ভাগেই সাকিবের জিম্বাবুয়ে সফরে না যাওয়ার বিষয়টি জানিয়ে দিলো বিসিবি।

বৃহস্পতিবার (৭ জুলাই) বিসিবিতে নির্বাচক কমিটির সাথে বৈঠকে বসেছিলেন ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। ওই বৈঠক শেষেই সাকিবের না থাকার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

জালাল ইউনুস বলেন, “সিনিয়র খেলোয়াড়ের বেশির ভাগই অ্যাভেইলেবল। তাঁরা সবাই খেলতে চান। সাকিব যাচ্ছেন না, এটা আগেই আমাদের জানিয়েছেন। আজ নির্বাচকদের সঙ্গে আমরা বসেছিলাম। তাঁরা একটা দল চূড়ান্ত করছেন। যে দল এখন আছে, তাদের সবাই থাকছেন।”

দ্বিতীয় সারির দল নয় বরং পূর্ণ শক্তির বাংলাদেশ দলের মোকাবিলা করবে জিম্বাবুয়ে। এই বিষয়ে জালাল ইউনুস বলেন, “জিম্বাবুয়েতে পূর্ণ শক্তির দল যাবে। হয়তো পয়েন্টের খেলা নয়, চ্যাম্পিয়নশিপ বা সুপার লিগ নয়, কিন্তু সিরিজটি গুরুত্বপূর্ণ। এ জন্য আমরা গুরুত্বের সঙ্গে নিচ্ছি। আমরা সেখানে যেন ভালো পারফরম্যান্স করতে পারি। অনেকে বলেছিল, দ্বিতীয় সারির দল। দ্বিতীয় সারির দল যাচ্ছে না, আমরা শক্তিশালী বাংলাদেশ দল পাঠাতে চাই।”

চলতি বছরের ২০ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে পাঁচ দিনের অনুশীলন শেষে একটি প্রস্তুতি ম্যাচও খেলার সুযোগ পাবে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে চলতি বছরের ৩০ জুলাই।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

২৭ আগস্ট এশিয়া কাপ শুরু, দাবি শ্রীলঙ্কান সংবাদমাধ্যমের

২৭ আগস্ট এশিয়া কাপ শুরু, দাবি শ্রীলঙ্কান সংবাদমাধ্যমের

তিন বছর পর সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ

তিন বছর পর সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ

ম্যাচ হারের সাথে জরিমানাও গুনছে বাংলাদেশ 

ম্যাচ হারের সাথে জরিমানাও গুনছে বাংলাদেশ 

ইকোনমি বাড়ার জন্য উইকেটকে দায়ী করছেন মোস্তাফিজ

ইকোনমি বাড়ার জন্য উইকেটকে দায়ী করছেন মোস্তাফিজ