মাহমুদউল্লাহ’র বিশ্রাম-নেতৃত্বে সোহান, যা বললেন জালাল ইউনুস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩১ পিএম, ২২ জুলাই ২০২২
মাহমুদউল্লাহ’র বিশ্রাম-নেতৃত্বে সোহান, যা বললেন জালাল ইউনুস

ফাইল ফটো

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দল থেকে একাধিক সিনিয়র ক্রিকেটারদের ‘বিশ্রাম’ দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকরা।তাদের মধ্যে অন্যতম হলেন- নেতৃত্ব নিয়ে নানা আলোচনায় থাকা এ ফরম্যাটের নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মাহমুদউল্লাহ-মুশফিক-সাকিবকে ‘বিশ্রাম’ দিয়ে টি-টোয়েন্টিতে নতুন এক বাংলাদেশ দলের নেতৃত্ব পেয়েছেন উইকেটরক্ষক ও ব্যাটার নুরুল হাসান সোহান।

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাজেভাবে সিরিজ হারার পর অধিনায়কত্ব ও ফর্ম নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে চারদিকে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। জিম্বাবুয়ে সিরিজেই তার নেতৃত্ব শেষ হতে পারে বলে বিসিবির সূত্রে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন প্রকাশ হয়। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হাঁটলো ভিন্ন পথে।

অন্য সিনিয়র ক্রিকেটারদের সাথে অনেকটা সচেতনতার সাথে মাহমুদউল্লাহ রিয়াদকেও পাঠানো হয়েছে বিশ্রামে। নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ‌‘বিশ্রামে’ থাকায় অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুল হাসান সোহান। এ বিষয়ে বিসিবির নীতিনির্ধারকদের ভাষ্য, বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সফরে নতুনদের সুযোগ দিয়ে পরখ করে নেওয়াই মূল উদ্দেশ্য।

নির্বাচকদের উপস্থিতিতে জিম্বাবুয়ে সফরে দল দেওয়া নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি বলেন, “টি-টোয়েন্টি টিম নিয়ে আমাদের কিছু ইস্যু ছিল। আমরা কয়েকদিন ধরে আলোচনা করছিলাম। কারণ, আপনারা জানেন, টেস্ট ও টি-টোয়েন্টিতে আমাদের উন্নতিটা ধারাবাহিক নয়। সামনে যেহেতু একটা টি-টোয়েন্টি সিরিজ (জিম্বাবুয়ে) আছে, এ জন্য অনেক চিন্তা-ভাবনা ছিল বোর্ডের।”

টি-টোয়েন্টিতে দলের টানা বাজে পারফরম্যান্স এবং অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ফর্ম নিয়ে জালাল ইউনুস বলেন , “আপনারা জানেন, টি-টোয়েন্টিতে অধিনায়ক ছিল মাহমুদউল্লাহ। আমরা কয়েকদিন ধরে আলাপ-আলোচনা করছি তার ক্যাপ্টেন্সি ইস্যু নিয়ে। আমরা আজকে রিয়াদকে ডেকেছিলাম এবং টি-টোয়েন্টি টিম নিয়ে আলোচনা করেছি। তার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, এবার আমরা জিম্বাবুয়েতে নতুন টিম পাঠাতে চাচ্ছি।”

জিম্বাবুয়ে সফরে টাইগারদের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

জিম্বাবুয়ে সফরে দলে না থাকলেও টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব হারাচ্ছেন না মাহমুদউল্লাহ রিয়াদ। ‘বিশ্রামে’ থাকায় শুধুমাত্র এ সিরিজের জন্য নেতৃত্ব দিবেন নুরুল হাসান সোহান। মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়াও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই মুশফিকুর রহিম, তাকেও ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে।

জালাল ইউনুস বলেন, “টি-টোয়েন্টি সিরিজে আরও কিছু সিনিয়র খেলোয়াড়ও থাকছে না। এ টিমটাকে লিড করার জন্য আমরা নুরুল হাসান সোহানকে অধিনায়কত্ব দিচ্ছি, সেটা আমরা মাহমুদউল্লাহ রিয়াদকে জানিয়ে দিয়েছি।”

মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে এখন পর্যন্ত ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে ১৬টি জয় এবং ২৬টি ম্যাচে হারের স্বাদ পেয়েছেন টাইগাররা। বাকি একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এছাড়া অধিনায়ক হিসেবে ৪২ ইনিংসে ২টি হাফ-সেঞ্চুরিতে ২৩ গড়ে ৭৮২ রান করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

জালাল ইউনুস কথা বলার আগে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল। টি-টোয়েন্টি দলে না থাকলেও ওয়ানডে দলে আছেন নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল (টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন), মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ছুটিতে থাকায় জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ টি-টোয়েন্টি দল
নুরুল হাসান সোহান (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, শেখ মাহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ ও পারভেজ হোসেন ইমন।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

সতীর্থদের অনুপ্রাণিত করে অধিনায়কত্ব পেলেন সোহান

সতীর্থদের অনুপ্রাণিত করে অধিনায়কত্ব পেলেন সোহান

‘স্বপ্ন দেখি এশিয়া কাপ জিতবো, বিশ্বকাপ জিতবো’

‘স্বপ্ন দেখি এশিয়া কাপ জিতবো, বিশ্বকাপ জিতবো’

অনুমোদন পেল আঞ্চলিক ক্রিকেট সংস্থা, প্রত্যেক ক্লাবে কাউন্সিলর একজন

অনুমোদন পেল আঞ্চলিক ক্রিকেট সংস্থা, প্রত্যেক ক্লাবে কাউন্সিলর একজন

শুধু ক্রিকেট নয়, খেলোয়াড়দের ব্যক্তিত্ব গড়তেও সাহায্য করবেন স্টুয়ার্ট ল

শুধু ক্রিকেট নয়, খেলোয়াড়দের ব্যক্তিত্ব গড়তেও সাহায্য করবেন স্টুয়ার্ট ল