শারজাহ’তে একাদশ নির্বাচন নিয়ে বাড়তি সতর্ক বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৫ এএম, ৩০ আগস্ট ২০২২
শারজাহ’তে একাদশ নির্বাচন নিয়ে বাড়তি সতর্ক বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ রাতে এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। এই মাঠের উইকেটে যেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কাছে পৃথিবীর কাছে সবচেয়ে বড় রহস্যের নাম!

কিছুতেই এই মাঠের জন্য সঠিক একাদশই নির্বাচন করতে পারে না তারা। সর্বশেষ ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচে বিপরীত অভিজ্ঞাত হয়েছিল টাইগার টিম ম্যানেজমেন্টের! 

শ্রীলঙ্কার বিপক্ষে বিপক্ষে যেখানে একজন পেসার বাড়িত খেলার জন্য দরকার ছিল সেখানে তিনজন স্পিনার খেলিয়েছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের  বিপক্ষে বাড়তি স্পিনারের জায়গায় পেসার খেলিয়েছিল। দুই ম্যাচেই একজন বাড়িত পেসার ও স্পিনারের অভাব বোধ করেছিলেন তৎকালীন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভুল এশিয়া কাপে করতে চায় না টাইগাররা। ফলে এবার শারজাহ’র উইকেট নিয়ে বাড়তি সতর্ক বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। 

পরিসংখ্যানে এগিয়ে আফগানিস্থান, নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ

তারই অংশ হিসেবে ম্যাচের আগের দিন সোমবার (২৭ আগস্ট) টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনকে নিয়ে শারজাহ’র উইকেট দেখতে গিয়েছিলেন টেকনিক্যাল কনস্যালট্যান্ট শ্রীরাম শ্রীধরণ। উদ্দেশ্য শারজাহ’র কন্ডিশন ভালো করে পরখ করে নেওয়া।

ম্যাচের আগে শারজাহ’তে অনুশীলন করার সুযোগ পায়নি বাংলাদেশ। তবে তাতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন শ্রীরাম। তবে একাদশ নিয়ে আগেভাগে ধারণা দিতে চান না তিনি। 

শারজাহ’র উইকেট সাধারণত ব্যাটিং অথবা স্পিন সহায়ক হয়ে থাকে। দুই ক্ষেত্রেই আফগান দল এখন বিপজ্জনক। শ্রীলঙ্কার বিপক্ষে নিজের ব্যাটিং ও বোলিং, দুই বিভাগের সামর্থ্য দেখিয়েছে তারা। ফলে টাইগারদের জন্য বাড়তি চ্যালেঞ্জই অপেক্ষা করছে এশিয়া কাপের প্রথম ম্যাচে।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

উড়তে থাকা আফগানিস্তানের বিপক্ষে জয়ের লক্ষ্য বাংলাদেশের

উড়তে থাকা আফগানিস্তানের বিপক্ষে জয়ের লক্ষ্য বাংলাদেশের

অবসর নিলেন অলক কাপালি

অবসর নিলেন অলক কাপালি

বাবরের ওপেন করাই উচিত নয়: শোয়েব আক্তার

বাবরের ওপেন করাই উচিত নয়: শোয়েব আক্তার

উত্তেজনার পাক-ভারত লড়াইয়ে ফখরের ক্রিকেটীয় স্পিরিট নজির

উত্তেজনার পাক-ভারত লড়াইয়ে ফখরের ক্রিকেটীয় স্পিরিট নজির