ফাইনাল খেলতে ভারতের সামনে এখনও যে সমীকরণ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১২ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২২
ফাইনাল খেলতে ভারতের সামনে এখনও যে সমীকরণ

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর কট্টর ভারত সমর্থকও বোধহয় ফাইনাল খেলার আশা দেখছেন না। কার্যত এবারের এশিয়া কাপের ভারতের আর ফাইনাল খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তবে এখনো কাগজে কলমে একটু হলেও ফাইনাল খেলার সুযোগ আছে রোহিত শর্মার দলের সামনে।

তবে সেই সমীকরণের পুরোটাই নির্ভর করছে আজকে রাতের ম্যাচে ফলের উপর। বুধবার (৭ সেপ্টেম্বর) সুপার ফোরে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্থান। পাকিস্তান ভারতকে হারিয়েছে প্রথম, অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে আফগানরা।

আজ রাতে যদি আফগানিস্থানের বিপক্ষে পাকিস্তান জয় পায় তাহলে ওই মুহুর্তেই ভারতের ফাইনাল খেলার সম্ভাবনা শেষ হয়ে যাবে। তবে যদি আফগানরা পাকিস্তানকে হারিয়ে দেয় তাহলে সম্ভবনা টিকে থাকবের রোহিত-কোহলিদের।

শ্রীলঙ্কা ভারত ও আফগানিস্থানকে হারিয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ইতিমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে। তবে পাকিস্তান আফগানিস্থানে বিপক্ষে হারলেও যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তাহলে তারাই ফাইনাল খেলবে।

এশিয়া কাপ পরীক্ষার মঞ্চ, দূর্ভাবনা নেই: রোহিত

তবে শ্রীলঙ্কা পাকিস্তানকে হারালে আবারও ভারতের ফাইনাল খেলার সমীকরন টিকে থাকবে। তবে শুধু আফগানিস্থান ও শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের হারলে হবে না। আফগানিস্থানের বিপক্ষে ভারতেরও জয় পেতে হবে। 

ফলে সমীকরণ দাড়াচ্ছে, পাকিস্তানের বাকি দুই ম্যাচ হারতেই হবে ভারতের ফাইনাল খেলার সমীকরণ মিলতে হলে। কার্যত সেটা অসম্ভব না হলেও সম্ভব হওয়ার সম্ভাবনাও কম। 

ফলে ভারতের এখন তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা ও আফগানিস্থানের দিকে। আর কামনে করতে হবে দুই দলই যেন পাকিস্তানকে হারিয়ে দেয়, তবেই ফাইনাল খেলার মৃদু সম্ভাবনা তৈরি হবে ভারতের। 

দুই ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে শীর্ষে শ্রীলঙ্কা। এক ম্যাচে এক জইয়ে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে পাকিস্তান। সুপার ফোরে এখন পর্যন্ত কোনো জয় পায়নি ভারত ও আফগানিস্থান। তবে রানরেটে এগিয়ে থাকা চার দলের মধ্যে তিন নম্বরে রয়েছে  ভারত ও সবার নীচে আফগানিস্থান।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতকে হারিয়ে ফাইনালের পথে শ্রীলঙ্কা

ভারতকে হারিয়ে ফাইনালের পথে শ্রীলঙ্কা

এশিয়া কাপে ভারতীয় দলের কম্বিনেশন কাজ করছে না: পূজারা

এশিয়া কাপে ভারতীয় দলের কম্বিনেশন কাজ করছে না: পূজারা

পাকিস্তানের বিপক্ষে হারা ম্যাচে কোহলির রেকর্ড

পাকিস্তানের বিপক্ষে হারা ম্যাচে কোহলির রেকর্ড

হার্দিকের মতো অলরাউন্ডার খোঁজার তাগিদ আকিব জাভেদের

হার্দিকের মতো অলরাউন্ডার খোঁজার তাগিদ আকিব জাভেদের