শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার দলে পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ২০ অক্টোবর ২০২২
শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার দলে পরিবর্তন

ইনজুড়ি হানা দিয়েছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ক্রিকেট দলে। গলফ খেলতে গিয়ে হাত কেটে কপাল পুড়েছে রিজার্ভ উইকেটকিপার ও ব্যাটার জস ইংলিসের। শেষ মুহূর্তে তরুণ অলরাউন্ডার ক্যামেরুন গ্রীনকে দলে অন্তর্ভুক্ত করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড।

বর্তমান চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া শিরোপা ধরে রাখার মিশনে ২১ অক্টোবর (শুক্রবার) নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। এর আগেই কপালে খানিকটা চিন্তার ভাজ পড়েছে অসিদের। উইকেটকিপার ব্যাটার জস ইংলিসের ডান হাত কেটে যায়, আর তাতেই কপাল খুলে যায় স্ট্যান্ড বাই দলে থাকা অলরাউন্ডার ক্যামেরুন গ্রীনের।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) অস্ট্রেলিয়া কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, এটা একদমই অদ্ভুত দুর্ঘটনা। হাতে সেলাই লেগেছে ইংলিসের। টেন্ডনের কোনো ক্ষতি না হলেও ব্যাট গ্রীপ করতে সমস্যা হবে। তাছাড়া এই মুহূর্তে দলকে সম্পুর্ণ ফিট থাকতে হবে।

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে একজন উইকেটকিপারকে নিয়েই সম্পুর্ণ টুর্নামেন্ট খেলতে হবে অসিদের। দলে ম্যাথুওয়েড ছাড়া আর কোনো উইকেটকিপার নেই বর্তমান চ্যাম্পিয়ানদের। শেষ মুহূর্তে মারকুটে ব্যাটসম্যান ক্যামেরুন গ্রীনের উপর আস্থা রেখেছে।

সাতটি টি-টোয়েন্টি খেলা ক্যামেরুন গ্রীনকে দলে অন্তর্ভুক্তির জন্য আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটির কাছে আবেদন পাঠিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয় তরুন অলরাউন্ডার ক্যামেরুন গ্রীনের। ওপেনার হিসেবে ইনিংসের শুরুতে চার ছক্কার ফুলঝুড়ি ফুটিয়ে তুলেছেন এই মারকুটে ব্যাটার। ৭ ম্যাচের মধ্যে ২ টিতে ফিফটি করেছেন তিনি। জস ইংলিসের অভাবটা ঘুচাতে তাই নিজেকে উজাড় করে দিবেন এই তরুন অসি অলরাউন্ডার।

বিশ্বকাপে অস্ট্রেলিয়া দল
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিশেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কস স্টয়নিস, ম্যাথু ওয়েড, টিম ডেভিড, এশটন এগ্যার, জস হ্যাজলউড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, এডাম জাম্পা, ক্যামেরুন গ্রীন ও কেন রিচার্ডসন।

স্পোর্টসমেইল২৪/আরআইএম


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের মন্তব্যে পাকিস্তানের পাল্টা হুঁশিয়ারি

ভারতের মন্তব্যে পাকিস্তানের পাল্টা হুঁশিয়ারি

শ্রীলঙ্কা নয়, বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস

শ্রীলঙ্কা নয়, বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস

শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে ‌‘নতুন’ তিনজন

শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে ‌‘নতুন’ তিনজন

টেন্ডুলকারের মতে বিশ্বকাপ শিরোপা জিতবে ভারত

টেন্ডুলকারের মতে বিশ্বকাপ শিরোপা জিতবে ভারত