টেন্ডুলকারের মতে বিশ্বকাপ শিরোপা জিতবে ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২০ অক্টোবর ২০২২
টেন্ডুলকারের মতে বিশ্বকাপ শিরোপা জিতবে ভারত

পাকিস্তানের ওয়াসিম আকরামের পর চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য সেমি-ফাইনালিস্ট নিয়ে ভবিষ্যদ্বানী করেছেন ভারতের সাবেক কিংবদন্তী ক্রিকেটার শচিন টেন্ডুলকার। শুধু তাই নয়, শিরোপা জয়ের প্রশ্নে নিজ দেশ ভারতকেই বেছে নিয়েছেন তিনি।

গোটা ক্রিকেট বিশ্ব উৎসুক হয়ে অপেক্ষা করছে অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচটির জন্য। এ ম্যাচটি নিয়েও ভবিষ্যদ্বানী করেছেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। টেন্ডুলকার মতে, রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত বিশ্বকাপের ওই ম্যাচে বাবর আজমের দলকে পরাজিত করবে।

দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে টেন্ডুলকার বলেছেন, পাকিস্তানকে হারানোর মতো প্রয়োজনীয় রসদ ভারতের আছে। চির প্রতিদ্বন্দ্বি দুই দলের মধ্যকার ম্যাচটি নিয়ে চরম উৎকণ্ঠা বিরাজ করলেও শচিনের মতে ভারত সহজেই পাকিস্তানকে হারাবে।

তিনি বলেন, ‘আমার ফেভারিট ভারত। অবশ্যই তাই। ভারত হচ্ছে আমার হুদয়। সব সময়ই ভারতের জয় কামনা করি। আমি ভারতীয় বলে এই কথা বলছি না। ওই কন্ডিশনে পারফর্ম করার মতো রসদ তাদের আছে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য চার সেমি-ফাইনালিস্ট নির্বাচন করেছিলেন সুইং অব সুলতান ওয়াসিম আকরাম। বিশ্বকাপ ফাইনালে তার দৃষ্টিতে রয়েছে- পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

ভারত ও পাকিস্তানের মধ্যকার বহুল প্রতিক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর মেলবোর্নের আইকনিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। ব্রিটিশ সংবাদ পত্র টেলিগ্রাফকে টুর্নামেন্টের সেমি-ফাইনালিস্ট নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে শচিন বলেন, ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া শেষ চারের টিকিট লাভ করবে।

শিরোপা জয় করবে কোন দল, জানতে চাইলে ভারতের সাবেক অধিনায়ক বলেন, ‘ভারতের (শিরোপা জয়ের) জোর সম্ভাবনা রয়েছে। দলটি দারুণ ভারসাম্যপূর্ণ।’

শচিন যোগ করেন, ‘দক্ষিণ আফ্রিকার মতো নিউজিল্যান্ডও ডার্কহর্স। সেখানকার ওই কন্ডিশনে তারা যেকোন অঘটন ঘটাতে পারে। কারণ ওই কন্ডিশনের সঙ্গে তারা বেশ পরিচিত।’

নিজেদের মাটিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের সুখ-স্মৃতি নিয়ে বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া গেছে ভারতীয় দল। এর আগে গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের।

এখন পর্যন্ত একবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। ২০০৭ সালে জোহানেসবার্গে অনুষ্ঠিত উদ্বোধনী আসরে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জয় করে তারা। ২৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে সুপার ১২ পর্বের ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ পর্ব শুরু করতে যাওয়া ভারত গ্রুপ পর্বে ৫টি ম্যাচ খেলবে।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের মন্তব্যে পাকিস্তানের পাল্টা হুঁশিয়ারি

ভারতের মন্তব্যে পাকিস্তানের পাল্টা হুঁশিয়ারি

আমিরকে পেছনে ফেললেন ‌‘সবার ছোট’ আয়ান

আমিরকে পেছনে ফেললেন ‌‘সবার ছোট’ আয়ান

সাত নতুন নিয়মে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ

সাত নতুন নিয়মে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ

করোনা পজিটিভ খেলোয়াড়রাও বিশ্বকাপে খেলতে পারবে

করোনা পজিটিভ খেলোয়াড়রাও বিশ্বকাপে খেলতে পারবে