নাটকের অবসান, হাথুরুসিংহেই টাইগারদের কোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১০ পিএম, ৩১ জানুয়ারি ২০২৩
নাটকের অবসান, হাথুরুসিংহেই টাইগারদের কোচ

নানা নাটকের অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে দিলো চন্ডিকা হাথুরুসিংহেই টাইগারদের কোচ। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আগামী দুই বছরের জন্য হাথুরুসিংহেকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত টাইগারদের কোচ ছিলেন হাথুরু। এবার দ্বিতীয় বারের মতো আবারও সাকিব-তামিমদের মাস্টার হয়ে আসছেন এই লঙ্কান।

দ্বিতীয়বারের মতো হাথুরুকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার প্রসঙ্গে বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, “চন্দিকার অভিজ্ঞতা এবং বাংলাদেশ ক্রিকেটের জ্ঞান তার জানা থাকায় সুবিধা হবে এবং খেলোয়াড়দের জন্য উপকৃত হবে। তিনি একজন পরীক্ষিত কৌশলী, যা প্রথম অ্যাসাইনমেন্টের সময় জাতীয় দলে তার প্রভাব দেখেছি।”

হাথুরুসিংহের প্রথম মেয়াদে পাকিস্তান, ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয় করেছিল বাংলাদেশ। এছাড়া বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলেছে টাইগাররা। একই সাথে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের রেকর্ড হাথুরুর সময়কাল।

বিসিবি জানান, বাংলাদেশ ক্রিকেটে আবারও ফিরতে পেরে হাথুরু নিজেও বেশ উচ্ছ্বাসিত। একই সাথে বাংলাদেশের কোচ হওয়াটাকে বেশ সম্মানের বলেও উল্লেখ করেছেন তিনি।

হাথুরু বলেন, “আবারও বাংলাদেশ জাতীয় দলের (ক্রিকেট) কোচ হওয়ার এ সুযোগ পাওয়াটা সম্মানের। আমি যখনই বাংলাদেশে গিয়েছি, সেখানে সত্যিই মানুষের ভালোবাসা পেয়েছি এবং সেখানের সংস্কৃতি আমার পছন্দ। আমি খেলোয়াড়দের সাথে আবারও কাজ করার এবং তাদের সাফল্য উপভোগ করার জন্য উন্মুখ।”

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

মোস্তাফিজ আবিষ্কারের নেপথ্যে ছিলেন সুজন-হাথুরু

মোস্তাফিজ আবিষ্কারের নেপথ্যে ছিলেন সুজন-হাথুরু

বাংলাদেশের চ্যালেঞ্জটা ছিল ভিন্ন রকম : হাথুরু

বাংলাদেশের চ্যালেঞ্জটা ছিল ভিন্ন রকম : হাথুরু

এইচপি ও বাংলাদেশ টাইগারস নিয়ে কাজ করবেন ডেভিড মুর

এইচপি ও বাংলাদেশ টাইগারস নিয়ে কাজ করবেন ডেভিড মুর

বিপিএলের দায়িত্ব পেলে দুই মাসে সব ঠিক হবে : সাকিব

বিপিএলের দায়িত্ব পেলে দুই মাসে সব ঠিক হবে : সাকিব