কোচের সাক্ষাৎকার দিলেন সিমন্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৮ এএম, ১১ ডিসেম্বর ২০১৭
কোচের সাক্ষাৎকার দিলেন সিমন্স

জাতীয় দলের কোচ হবার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সাক্ষাৎকার দিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক খেলোয়াড় ফিল সিমন্স। গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছে আজ (রোববার) দুপুরে বিসিবি অফিসে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

সিমন্সের সাক্ষাৎকারের বিষয়টি নিশ্চিত করে বিসিবি বস নাজমুল হাসান পাপন বলেছেন, ‘পাইবাসের পর আজকে সিমন্স এসে প্রেজেন্টেশন দিয়ে গেলেন। বোর্ডের সদস্যরাও দেখেছে। আশ্চর্যের ব্যাপার আজকেও কয়েকজন (দু’জন) কোচ তাদের আগ্রহ প্রকাশ করেছে। গতকালও দু’জন বায়োডাটা পাঠিয়েছে।’

তিনি আরও বলেন, ‘পুরোটাই আমরা আলোচনা করেছি। বোর্ড মিটিংয়ের পর সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। ফাইনাল স্টেজে চলে এসেছি। সব কিছু চূড়ান্ত হতে কয়েকটা দিন সময় লাগবে। পরবর্তী সিরিজের আগে ক্যাম্প শুরু হবে ২৭ ডিসেম্বরের দিকে। কিছুদিন সময় আছেই। আপাতত আমরা আজ ফাইনাল সিদ্ধান্ত না নিয়ে সংক্ষিপ্ত তালিকা করেছি । বাকিদের সাথে কথা বলে খুব শিগগিরই আমরা ফাইনাল সিদ্ধান্ত নিতে পারব।’

শ্রীলঙ্কা সিরিজের আগে কোচ চূড়ান্ত হলে অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দেয়া হবে কি-না এ ব্যাপারে পাপন বলেন, ‘সিরিজ শুরুর আগে কাউকে ফাইনাল করতে না পারলে বা ফাইনাল করলে সে হয়তো একটু পরে আসবে, এমনটা হতে পারে। তাহলে এ সিরিজের সময় কি হবে? সেটা নিয়েও আলাচনা হয়েছে। বোর্ড থেকে একটা সিদ্ধান্ত হয়েছে- কোচিং স্টাফ এবং তিন অধিনায়ক ও বোর্ড থেকে আমরা কাউকে মনোনীত করব।’

পাপন বলেন, ‘সকলে মিলেই আমরা এ সিরিজটাকে দেখভাল করব। হেড কোচ করার প্রয়োজন নেই। দায়িত্ব দিতে পারি। মেইন দায়িত্ব ক্যাপ্টেন, হ্যালসল, যোশি, ওয়ালশ এরা ব্যক্তিগতভাবে দায়িত্ব পালন করবে। তাই বোর্ড থেকে সুপারভাইজ করার জন্য একজনকে দায়িত্ব দেওয়া হবে।’

এর আগে গত বুধবার বিসিবিতে সাক্ষাৎকার দিয়েছিলেন ইংলিশ বংশোদ্ভূত কোচ রিচার্ড পাইবাস। তার সাক্ষাৎকারের পর পাপন বলেছিলেন, ‘পাইবাসের প্রেজেন্টেশন অবশ্যই ভালো। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এটা ভালো। অনেক দূরের ভবিষ্যত নিয়ে কথা বলেছে। ১০ বছরের একটা পরিকল্পনা নিয়ে কাজ করবে। ও লম্বা সময়ের পরিকল্পনা নিয়ে এসেছে। কিন্তু আমাদের দু’টোই দেখতে হবে। লং টার্ম, শর্ট টার্ম দু’টোই দেখতে হবে। সামনে বিশ্বকাপ আছে, সেটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ও যা চায়, যেমন চায় এখনই হয়তো সব পারবো না। তবে শেষ পর্যন্ত ওই পরিকল্পনা কাজে লাগাতে পারলে বাংলাদেশের জন্যই ভালো হবে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

কোচ হতে ঢাকা আসছেন রিচার্ড পাইবাস

কোচ হতে ঢাকা আসছেন রিচার্ড পাইবাস

হাথুরের পদত্যাগ : নিশ্চিত করলেন পাপন

হাথুরের পদত্যাগ : নিশ্চিত করলেন পাপন

চাকরিচ্যুত হাথুরুকে চেয়ে বিসিবিতে শ্রীলঙ্কার চিঠি

চাকরিচ্যুত হাথুরুকে চেয়ে বিসিবিতে শ্রীলঙ্কার চিঠি

ঢাকায় এসেছেন হাথুরুসিংহে

ঢাকায় এসেছেন হাথুরুসিংহে