বিজয় দিবস উপলক্ষে শেরে-বাংলায় প্রীতি ম্যাচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩২ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৭
বিজয় দিবস উপলক্ষে শেরে-বাংলায় প্রীতি ম্যাচ

মহান বিজয় দিবস উপলক্ষে মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের ক্রিকেটের জীবন্ত কিংবদন্তীরা মুক্তিযুদ্ধে শহীদ হওয়া দুই ক্রিকেটার শহীদ আবদুল হালিম চৌধুরী জুয়েল ও শহীদ মুশতাক আহমেদ একাদশের হয়ে মাঠে নামবেন।

মুক্তিযুদ্ধের দুই বীর শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েল ও শহীদ মুশতাক আহমেদের স্মরণে ১৯৭২ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে এ প্রীতি ম্যাচ। দুই দলে ভাগ হয়ে এতে এবার মুখোমুখি হবেন সাবেক ক্রিকেটাররা।

মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারের এ ম্যাচ অনুষ্ঠিত হবে।

শহীদ জুয়েল ছিলেন আজাদ বয়েজ ক্লাবের আক্রমণাত্মক উদ্বোধনী ব্যাটসম্যান। মুক্তিযুদ্ধের সময় অস্ত্র হাতে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন তিনি। কিন্তু পাক হানাদার বাহিনীর হাতে ধরা পড়ে শহীদ হন তিনি।

ক্রীড়া সংগঠক শহীদ মুশতাক ছিলেন আজাদ বয়েজ ক্লাবেরই অন্যতম প্রধান সংগঠক। ২৫ মার্চের কালো রাতে দখলদার বাহিনীর হাতে প্রিয় ক্লাবের খুব কাছেই শহীদ হন তিনি।


শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টেন খেলতে পারছেন না মোস্তাফিজ

টি-টেন খেলতে পারছেন না মোস্তাফিজ

তামিমের হাফ সেঞ্চুরি, আফ্রিদিদের দ্বিতীয় জয়

তামিমের হাফ সেঞ্চুরি, আফ্রিদিদের দ্বিতীয় জয়

লিগ ওয়ানে আগামী মৌসুমেই ভিএআর

লিগ ওয়ানে আগামী মৌসুমেই ভিএআর

কোহলিদের বেতন বাড়ছে ১০০ শতাংশ

কোহলিদের বেতন বাড়ছে ১০০ শতাংশ