ক্রিকেটারদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হচ্ছে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৪ পিএম, ১৫ মার্চ ২০১৯
ক্রিকেটারদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হচ্ছে

ফাইল ফটো

নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার পর বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্ট করা হয়েছে। এখন টেস্ট সিরিজ খেলতে দেশটিতে থাকা বাংলাদেশের ক্রিকেটারদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে যোগাযোগ করে ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত দেশে ফেরিয়ে আনা হচ্ছে।

নিউজিল্যান্ডে শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটের দিকে দুটি মসজিদে হামলার ঘটনা ঘটে। তার একটি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন বাংলাদেশের দলের তামিম-মুশফিকসহ কয়েকজন ক্রিকেটার। ক্রিকেটাররা মসজিদে প্রবেশের আগেই গোলাগুলির খবর পেয়ে তড়িঘড়ি নিরাপদে চলে আসেন। যার কারণে টাআগারদের কেউ হতাহতের শিকার হননি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ঘটনা দুই বাংলাদেশিসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন।

হামলার পর খেলা মাসনিসকায় নেই বাংলাদেশি ক্রিকেটাররা। এছাড়া নিরাপত্তার জন্য সিরিজের শেষ ও তৃতীয় টেস্ট ম্যাচ কাতিল করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এরপর ক্রিকেটারদেরও দ্রুত দেশে ফেরানোর খবর দিয়েছেন বিসিবি প্রধান।

শুক্রবার দুপুরে নিজ বাসায় সংবাদ সম্মেলন করে বোর্ড প্রধান নাজমুল হাসান বলেন, উদ্বিগ্ন ক্রিকেট বোর্ড নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করে ক্রিকেটারদের প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করেছে। তবে সেখানে খেলার পরিস্থিতি না থাকায় ক্রিকেটারদের যত দ্রুত সম্ভব দেশে ফেরানোর ব্যবস্থা করছে বিসিবি।

তিনি বলেন, আমি প্রথম যেটা করেছি। যখন শুনেছি ওরা (ক্রিকেটাররা) হোটেলে এসে পড়েছে। আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার (শাহরিয়ার আলম) উনাকে ফোন করেছি। বলেছি আমাদের দলটাকে যত দ্রুত সম্ভব আমি বাংলাদেশি নিয়ে আসতে চাই। এখন তো ওখানে লকডাউন আছে। কোথাও কিছু চলছে কিনা, এয়ারপোর্ট চালু আছে কিনা সেটাও তো আমরা জানি না।

বিসিবি প্রধান আরও বলেন, আমি উনাকে বলেছি আমরা এখান থেকে টিকেট কাটার ব্যবস্থা করছি। কিন্তু ওদের ওখান থেকে বের করে প্লেনে উঠানোর ব্যবস্থা করার জন্য সাহায্য করব। উনি বলেছে, আমি এক্ষুণি ব্যবস্থা নিচ্ছি, সর্বাত্মক চেষ্টা করছি।


শেয়ার করুন :


আরও পড়ুন

কেঁদেছেন মুশফিক, স্তব্ধ তামিম

কেঁদেছেন মুশফিক, স্তব্ধ তামিম

আমরা খুব লাকি : পাইলট

আমরা খুব লাকি : পাইলট

পর্যাপ্ত নিরাপত্তা না দিলে বিদেশ সফরে যাবে না বাংলাদেশ : পাপন

পর্যাপ্ত নিরাপত্তা না দিলে বিদেশ সফরে যাবে না বাংলাদেশ : পাপন

এ এক ভয়ঙ্কর অভিজ্ঞতা : তামিম

এ এক ভয়ঙ্কর অভিজ্ঞতা : তামিম

নিউজিল্যান্ডে হামলার টাইগারদের তৃতীয় টেস্ট বাতিল

নিউজিল্যান্ডে হামলার টাইগারদের তৃতীয় টেস্ট বাতিল

হামলার মাত্র ৫০ গজ দূরে ছিল বাংলাদেশ দল

হামলার মাত্র ৫০ গজ দূরে ছিল বাংলাদেশ দল

নিউজিল্যান্ডের মসজিদে যেভাবে হামলা হয় (ভিডিও)

নিউজিল্যান্ডের মসজিদে যেভাবে হামলা হয় (ভিডিও)

নিউজিল্যান্ডের একটি অন্ধকারতম দিন : নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডের একটি অন্ধকারতম দিন : নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী