ভালো আছেন ভিভ রিচার্ডস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৮ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৯
ভালো আছেন ভিভ রিচার্ডস

কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজ-ভারতের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়ানোর আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন দেশটির কিংবদন্তি ব্যাটসম্যান ভিভ রিচার্ডস। ম্যাচ শুরুর আগে লাইভ শোতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে স্ট্রেচারে করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ধারণা করা হয়েছিল, প্রচন্ড গরম ও আর্দ্রতায় অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতাল থেকে ফিরে ড্রেসিংরুমে দীর্ঘক্ষণ চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন ভিভ রিচার্ডস। পরবর্তীতে সুস্থ হয়ে মধ্যাহ্ন বিরতির পর আবারও ধারাভাষ্য শুরু করেন।

ভিভ যখন অসুস্থ হয়ে মাঠ ছাড়েন তখন তাকে নিয়ে উদ্বিগ্ন ছিল ভক্তরা। ধারাভাষ্য প্যানেলে ফিরে নিজের শারীরিক অবস্থা জানাতে গিয়ে ভিভ বলেন, ‘গোটা বিশ্বে আমার ভক্তদের উদ্দেশে বলতে চাই, আমি সুস্থ হয়ে উঠেছি। আমি ঠিক আছি। এখন আমার কোন সমস্যা নেই।’

তিনি আরও বলেন, ‘ধারাভাষ্য দিতে আবার শুরু করেছি। বিশ্বের কোনও বোলার যা করতে পারেনি সেটা প্রকৃতি করে দেখাল। প্রচন্ড গরমে আমি অসুস্থ হয়ে যাই। প্রকৃতিকে সম্মান করতে হবে আমাদের।’

১৯৭৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত দেশের হয়ে খেলেছেন ভিভ। এ সময় ১২১ টেস্টে ২৪টি সেঞ্চুরি ও ৪৫টি হাফ-সেঞ্চুরিতে ৮৫৪০ রান করেন। আর ১৮৭ ওয়ানডেতে ১১টি সেঞ্চুরি ও ৪৫টি হাফ-সেঞ্চুরিতে ৬৭২১ রান করেন ৬৭ বছর বয়সী ভিভ।

ওয়ানডে বিশ্বকাপের প্রথম দুই আসরেই শিরোপা জিতে ওয়েস্ট ইন্ডিজ। দু’বারই বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। ১৯৭৫ সালের ফাইনালে ৫ ও ১৯৭৯ সালের ফাইনালে অপরাজিত ১৩৮ রান করেন ভিভ।


শেয়ার করুন :


আরও পড়ুন

কিংবদন্তি স্যার ভিভের সাক্ষাৎকার নিলেন কোহলি

কিংবদন্তি স্যার ভিভের সাক্ষাৎকার নিলেন কোহলি

পাউলের কারণে বাদ পড়লেন কামিন্স

পাউলের কারণে বাদ পড়লেন কামিন্স

ক্রিকেট থেকে অবসর নিলেন ৮৫ বছর বয়সে

ক্রিকেট থেকে অবসর নিলেন ৮৫ বছর বয়সে

ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে ভারতের দুর্দান্ত জয়

ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে ভারতের দুর্দান্ত জয়