কোহলি-রাহানও ভাঙতে পারল না শচীন-সৌরভের রেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১০ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৮
কোহলি-রাহানও ভাঙতে পারল না শচীন-সৌরভের রেকর্ড

দক্ষিণ আফ্রিকায় শচীন-সৌরভের গড়া সর্বকালের সেরা যুগলবন্দির রেকর্ড ভাঙতে পারল না কোহলি-রাহানে জুটি। জোহানেসবার্গে ২০০১ সালে শচীন-সৌরভ যুগলবন্দি করেছিল ১৯৩ রান। ডারবানে কোহলি-রাহানের রানের জুটি থামল ১৮৯ রানে। আর এই কারণেই ৪ রানের জন্য অক্ষত থাকল ১৭ বছরের পুরনো রেকর্ড।

২০০১ সালের ৫ অক্টোবর, জোহানেসবার্গে ওপেনিং জুটিতেই ১৯৩ রান করেছিলেন সৌরভ এবং শচীন। অধিনায়ক সৌরভের ব্যাট থেকে এসেছিল ১২৭ রানের ইনিংস। আর মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকর করেছিলেন ১০১। পোলক, নেল, ক্যালিস, এনটিনি, ক্লুজনারদের বিরুদ্ধে এটাই ভারতীয় যুগলবন্দির সর্বকালের সেরা রেকর্ড। যদিও ম্যাচ হেরেছিল ভারত।

তবে এবারের ছবিটা ঠিক বিপরীত। সৌরভ-শচীনের রেকর্ড না ভাঙতে পারলেও দুই ডান হাতির দাপটে ম্যাচ জিতেছে ভারতই। তৃতীয় উইকেটে কোহলি-রাহানের ১৮৯ রানের যুগলবন্দিই ডারবানে ভারতের পক্ষে সহজ জয় এনে দেয়। বিরাট কোহলির শতরান (১১২) এবং অজিঙ্কা রাহানের অর্ধশতরানের (৭৯) দৌলতে ৬ উইকেটে জয় পায় মেন ইন ব্লু।

উল্লেখ্য, এই ম্যাচে শতরান করে সৌরভ গাঙ্গুলির রেকর্ডও ছুঁয়ে ফেললেন বিরাট। অধিনায়ক হিসেবে এতদিন সব থেকে বেশি শতরানের নজির ছিল সৌরভের। দলপতি হিসেবে সর্বাধিক ১১ শতরানের সেই রেকর্ডও ছুঁয়ে ফেলেন কিং কোহলি। প্রসঙ্গত, এই তালিকায় বিরাট এখন বিশ্বের তিন নম্বর। বিরাটের আগে বিরাজ করছেন অসি অধিনায়ক রিকি পন্টিং (২২) এবং দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডিভিলিয়ার্স (১৩)।


শেয়ার করুন :


আরও পড়ুন

লিডের চোখ রাঙাচ্ছে শ্রীলঙ্কা, টাইগারদের হতাশা

লিডের চোখ রাঙাচ্ছে শ্রীলঙ্কা, টাইগারদের হতাশা

দলে ফিরলেন স্টোকস, তবুও শঙ্কা

দলে ফিরলেন স্টোকস, তবুও শঙ্কা

হেনড্রেন-গিলেস্পি হতে পারলেন না মেন্ডিস, তবে শ্রীলঙ্কার প্রথম

হেনড্রেন-গিলেস্পি হতে পারলেন না মেন্ডিস, তবে শ্রীলঙ্কার প্রথম

তামিমের পর মমিনুলের প্রশংসায় হেরাথ

তামিমের পর মমিনুলের প্রশংসায় হেরাথ