বিশ্বকাপ জয়ীদের বেতন অব্যাহত রেখেছে বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৪ পিএম, ৩০ এপ্রিল ২০২০
বিশ্বকাপ জয়ীদের বেতন অব্যাহত রেখেছে বিসিবি

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন ক্রিকেট বোর্ড আর্থিক সমস্যায় পড়ে খেলোয়াড়দের বেতন কর্তনসহ কর্মকর্তা ছাটাইয়ের ঘটনা ঘটেছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেখানে ব্যতিক্রম। জাতীয় দলের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের সাথে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী সদস্যদের মাসিক বেতনও অব্যাহত রেখেছে বিসিবি।

বিশ্বকাপ জয়ের পর অনূর্ধ্ব-১৯ খেলোয়াড়দের দু’বছরের জন্য মাসিক বেতন দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। মার্চ মাস থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী খেলোয়াড়দের বেতন দেওয়ার প্রতিশ্রুতি দেয় বিসিবি। আর মার্চ থেকেই বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ঘটে।

সংক্রমণের পর সকল ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ ও অফিসিয়াল কার্যকলাপ সীমিত করে দেয় বিসিবি। করোনাভাইরাসের কারণে কার্যক্রম সীমিত হলেও বিসিবি দেখিয়েছে যে, পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা তাদের রয়েছে।

আকবর আলীর নেতৃত্বে অনূর্ধ্ব-১৯বিশ্বকাপ জয়ের পর দলের প্রত্যেক খেলোয়াড়কে দুই বছরের জন্য প্রতি মাসে ১ লাখ টাকা করে বেতন দেয়ার ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন।

বেতন পাওয়ার বিষয়ে আকবর আলী বলেছেন, ‘হ্যাঁ, মার্চ মাস থেকে আমরা টাকা পাচ্ছি এবং তা অব্যাহত আছে। এতে কোন সমস্যা নেই।’

এসব খেলোয়াড়দের নিয়ে একটি দলও গঠন করেছে বিসিবি। জাতীয় দলের জন্য প্রস্তুত করতে আগামী দু’বছর বিদেশি ও স্থানীয় কোচদের অধীনে নিবিড় প্রশিক্ষণে ব্যস্ত থাকবে তারা।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভারতকে হারিয়ে প্রথমবারে মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ক্রিকেট ইতিহাসে ছোটদের হাত ধরেই প্রথমবারের মতো বিশ্ব জয় করে বাংলাদেশ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

নিলামে উঠছে আকবর আলীর বিশ্বকাপ জার্সি

নিলামে উঠছে আকবর আলীর বিশ্বকাপ জার্সি

দুই বছর লাখ টাকা করে সম্মানী পাবেন বিশ্বজয়ী যুবারা

দুই বছর লাখ টাকা করে সম্মানী পাবেন বিশ্বজয়ী যুবারা

ভারতীয় খেলোয়াড়দের স্লেজিংয়ে আকবরের জবাব ছিল হাসি

ভারতীয় খেলোয়াড়দের স্লেজিংয়ে আকবরের জবাব ছিল হাসি

ইতিহাসের সেরা অর্জন, জাতি গর্বিত : ক্রীড়া প্রতিমন্ত্রী

ইতিহাসের সেরা অর্জন, জাতি গর্বিত : ক্রীড়া প্রতিমন্ত্রী