চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) আম্পায়ারের সাথে আগ্রাসী আচারণ ও ব্যাট দিয়ে চেয়ারে আঘাত করায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন আকবর আলী। এনসিএলের টেকনিক্যাল কমিটি এ নিষেধাজ্ঞা আরোপ করেছে।
দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ার কারণে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এ অধিনায়ক চলমান লিগে আর খেলতে পারছেন না। কারণ চলমান এনসিএলের আর মাত্র বাকি রয়েছে দুই রাউন্ডের খেলা।
রংপুরের অধিনায়কত্বের দায়িত্ব পালন করা আকবর পঞ্চম রাউন্ডে বরিশাল বিভাগের বিপক্ষের ম্যাচে দায়িত্বরত আম্পায়ারের সাথে আগ্রাসী আচরণ করেন। এমনকি রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে আউট হয়ে ফেরার পথে চেয়ারে হাতে থাকা ব্যাট দিয়ে আঘাত করে আকবর আলী।
আম্পয়ারের সাথে আগ্রাসী আচরণ এবং চেয়ারে ব্যাট দিয়ে আঘাত করে লেভেন-২ অপরাধ করেছেন আকবর আলী। যে অপরাধের শাস্তি হিসেবে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।