বাছাইপর্ব স্থগিত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস রুমানার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৬ পিএম, ১৩ মে ২০২০
বাছাইপর্ব স্থগিত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস রুমানার

ফাইল ছবি

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে নারীদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব স্থগিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আর তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ।

৩ থেকে ১৯ জুলাই নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব অনুষ্ঠিত হওয়ারর কথা ছিল শ্রীলঙ্কায়। বাছাইপর্ব থেকে সেরা তিনটি দল আগামী বছর নিউজিল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেত।

বাছাইপর্বের বাঁধা পেরোতে পারলেই আগামী বছর নারী বিশ্বকাপের মূল পর্বের খেলার সুযোগ পেত বাংলাদেশ। কিন্তু করোনার প্রভাবে স্থগিত হয়ে গেল নারী বিশ্বকাপের বাছাইপর্ব।

তবে প্রতিযোগিতা পিছিয়ে যাওয়ায় নিজেদের প্রস্তুতির ভালো সুযোগ দেখছেন রুমানা। তিনি বলেন, ‘নির্ধারিত সময়ে বিশ্বকাপ শুরু হলে, আমরা সমস্যায় পড়ে যেতাম। কারণ টুর্নামেন্ট নিয়ে আমাদের কোন ভালো অনুশীলন হয়নি।

আইসিসির টুর্নামেন্টটি স্থগিত হয়েছে, এটি ভালো হয়েছে। এখন অনুশীলনের জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে আশা করি। আমরা ইতোমধ্যে চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছি। কিন্তু কখনও ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়নি। এবার যে কোনো মূল্যে খেলার লক্ষ্য নিয়ে বাছাইপর্বে যেতে চাইছি। আইসিসির এমন সিদ্ধান্তে আমরা এখন স্বস্তি পাচ্ছি।’

 [sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক বাবর আজম

পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক বাবর আজম

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে ব্যাপক রদবদল

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে ব্যাপক রদবদল

আইপিএল শিক্ষার নয়, ক্যারিয়ার ধ্বংসের জায়গা: নাসের হুসেন

আইপিএল শিক্ষার নয়, ক্যারিয়ার ধ্বংসের জায়গা: নাসের হুসেন

বড় ধরনের শাস্তির মুখে গেইল

বড় ধরনের শাস্তির মুখে গেইল