বুমরাহ বাহিনীতে মার্শাল-গার্নারদের ছায়া দেখছেন বিশপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২০ এএম, ২৯ মে ২০২০
বুমরাহ বাহিনীতে মার্শাল-গার্নারদের ছায়া দেখছেন বিশপ

ফাইল ছবি

ভারতীয় পেস আক্রমণ নিয়ে সাম্প্রতিক সময়ে অতীতের অনেকেই অনেক প্রশংসা করেছেন। এবার বর্তমান ভারতীয় পেস আক্রমণকে স্বর্ণযুগের ক্যারিবিয়ান পেস আক্রমণের সঙ্গে তুলনা করলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ইয়ান বিশপ।

একটি ক্রিকেট ওয়েবসাইটে বিশপ বলেন, ‘এটা সম্ভবত ভারতের সেরা পেস প্রজন্ম। আর এই প্রজন্ম তৈরির প্রস্তুতিটা আগে থেকেই শুরু হয়েছিল।’

বিশপ জানান, কপিল দেব-জাভাগাল শ্রীনাথের দেখানো রাস্তায় উঠে এসেছিলেন জহির খান, আর পি সিংহ, মুনাফ প্যাটেলরা। আর এখন ভারতীয় আক্রমণের দায়িত্ব সামলাচ্ছেন জসপ্রিত বুমরাহ, মোহম্মদ শামি, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদবরা।

তিনি বলেন, ‘বাইরে থেকে দেখে আমার মনে হয়েছিল, ভারত বিশেষ ভাবে চাইছে একটা পেস আক্রমণ তৈরি করতে। ওরা বুঝেছিল, ব্যাটসম্যানরা ভাল, কিন্তু বিদেশে জিততে গেলে আমাদের এমআরএফ পেস ফাউন্ডেশন থেকে আসা বোলার তুলতে হবে। স্পিন পিচ না বানিয়ে এমন পিচ বানাতে হবে যেখানে পেসাররা সাহায্য পায়। এই চিন্তাধারা থেকেই ভারত আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে।’

এর পরেই ভারতীয় পেস আক্রমণের প্রশংসা করে বিশপ বলেন, ‘ভারত এখন কখনও তিন পেসার, কখনও চার পেসারে খেলে। যা আমাকে পুরনো দিনের ক্যারিবিয়ান বোলিংকে মনে করিয়ে দেয়। যে সময় ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণে ছিল মার্শাল, হোল্ডিং, গার্নার, রবার্টসরা। এর সঙ্গে আমি কলিন ক্রফ্টের নামটাও জুড়ে দিতে চাই।’

তিনি আরও যোগ করেন, ‘আমি বুমরাহকে দেখে অবাক হয়ে যাই। এই ছোট রান আপে কী ভাবে এত জোরে বল করতে পারে ও! সুস্থ থাকতে পারলে বুমরাহ একাই একটা প্যাকেজ।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলিদের অস্ট্রেলিয়া সফরের তারিখ নির্ধারণ

কোহলিদের অস্ট্রেলিয়া সফরের তারিখ নির্ধারণ

যে কারণে অবসরে যাননি মাশরাফি

যে কারণে অবসরে যাননি মাশরাফি

বিশ্বকাপ স্থগিতের খবর মিথ্যা : আইসিসি

বিশ্বকাপ স্থগিতের খবর মিথ্যা : আইসিসি

ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার হুমকি আইসিসির

ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার হুমকি আইসিসির