ক্রিকেটের সব ম্যাচই পাতানো হয় : দাবি ভারতীয় বুকির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪২ এএম, ৩১ মে ২০২০
ক্রিকেটের সব ম্যাচই পাতানো হয় : দাবি ভারতীয় বুকির

ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেটে সব ম্যাচই পাতানো হয়, কোন ক্রিকেট ম্যাচই সৎ ভাবে খেলা হয় না বলে দাবি করলেন বুকি সঞ্জীব চাওলা। সম্প্রতি দিল্লি পুলিশের কাছে এমন বিস্ফোরক তথ্য দেন চাওলা। চাওলার ওমন মন্তব্য নিয়ে প্রতিবেদন ছাপা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে ।

ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদনে চাওলা বলেছেন, ‘একটা বিশাল বড় সিন্ডিকেট বা আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার দ্বারা পরিচালিত হয় সমস্ত ক্রিকেট ম্যাচ। যা পরিচালকদের দ্বারা পুরো সিনেমা পরিচালিত হওয়ার মতো ব্যাপার। সিনেমার মত করে সাজানো হয় ক্রিকেট ম্যাচ।’

তিনি আরও বলেন, ‘আমি যা বলেছি, এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়। কারণ, যে সিন্ডিকেট বা মাফিয়ারা এই ম্যাচ পাতানোর সাথে জড়িত, তারা খুবই বিপজ্জনক।’

২০০০ সালের ম্যাচ পাতানোর ঘটনায় প্রধান অভিযুক্তের তালিকার নাম ছিল চাওলার। পরবর্তীতে ম্যাচ পাতানোর সাথে জড়িত থাকার কথা মেনেও নিয়েছেন তিনি। দিল্লি পুলিশের দেওয়া এক অভিযোগপত্রে (চার্জ শীট), ২০০০ সালে দক্ষিণ আফ্রিকা দলের ভারত সফরে কিভাবে ম্যাচ ফিক্সিং করা হয়েছিল তার বর্ণনা রয়েছে এই চার্জশিটে।

২০০০ সালে দক্ষিণ আফ্রিকার প্রয়াত অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ের সাথে চাওলার সেই সময়কার কথোপকথনের অডিও রেকর্ডিংও রয়েছে পুলিশের কাছে। বেশি তথ্য ফাঁস করলে তার নিজের প্রাণের সংশয় হতে পারে বলে পুলিশকে জানিয়েছেন চাওলা।

তিনি বলেন, ‘আমি যা বলেছি, অনেক বেশি তথ্য দিয়েছি। এর চেয়ে বেশি বললে, আমাকে মেরে ফেলতে পারে। বিশ্ব ক্রিকেটকে নিয়ন্ত্রণকারী সেই মাফিয়া গোষ্ঠী এখন টার্গেট করেছে, দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করা ক্রাইম ব্রাঞ্চের অফিসার জি রামগোপাল নাইককে। তার জীবনও সঙ্কটের মুখে পড়বে।’

দিল্লির স্পেশাল সিপি (ক্রাইম) প্রবীর রঞ্জন বলেছেন, ‘যেহেতু ব্যাপারটা নিয়ে তদন্ত চলছে, তাই এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেটে ‘করোনা বদলি’র নিয়ম চায় ইংল্যান্ড

ক্রিকেটে ‘করোনা বদলি’র নিয়ম চায় ইংল্যান্ড

কাশ্মীরের তরুণ ক্রিকেটার মুর্তজার পাশে আফ্রিদি

কাশ্মীরের তরুণ ক্রিকেটার মুর্তজার পাশে আফ্রিদি

ইংল্যান্ড সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, বোর্ডের অনুমতি

ইংল্যান্ড সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, বোর্ডের অনুমতি

ক্রিকইনফোর ড্রিম টিমে সাকিব

ক্রিকইনফোর ড্রিম টিমে সাকিব