দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেরা পারফরমার সাকিব, টপকে যাবেন মাশরাফিকে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৬ এএম, ১৭ মার্চ ২০২২
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেরা পারফরমার সাকিব, টপকে যাবেন মাশরাফিকে

সেঞ্চুরিয়ানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুক্রবার (১৮ মার্চ) তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা ব্যাটার ও বোলার সাকিব আল হাসান। এছাড়া সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমে আরও একটি ব্যক্তিগত রেকর্ড গড়বেন সাকিব। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে টপকে যাবেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলে ৪টি হাফ-সেঞ্চুরিতে ৩৯৭ রান করেছেন সাকিব আল হাসান। সাকিবের পর দ্বিতীয় সর্বোচ্চ রান রয়েছে তামিম ইকবালের। টাইগারদের বর্তমান অধিনায়ক ১২ ম্যাচে ৩০৩ রান করেছেন। আর ১১ ম্যাচ খেলে ২৯২ রান করে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মুশফিকুর রহিম।

ব্যাট হাতে রান তোলায় শীর্ষে থাকার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল হাতেও সেরা পারফরমার সাকিব আল হাসান। ১৪ ম্যাচে ১৩ উইকেট শিকার করেছেনদেশ সেরা এ অলরাউন্ডার।

এছাড়া ৬ ম্যাচে ১২ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন পেসার রুবেল হোসেন। ৭ ম্যাচে ৮ উইকেট আব্দুর রাজ্জাকের এবং এখন পর্যন্ত ৮ উইকেট শিকার করেছেন সফরে দলের সাথে থাকা মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট-বলের পারফরম্যান্সে শীর্ষে থাকা সাকিব আল হাসান আরও একটি ব্যক্তিগত রেকর্ড গড়তে যাচ্ছেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে নামলেই সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে টপকে যাবেন তিনি। দেশের হয়ে এখন পর্যন্ত দুজনেই সমান ২১৮টি করে ম্যাচ খেলেছেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে হবে দেশের জন্য সাকিবের ২১৯তম ম্যাচ। তখন দেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার নজির গড়বেন সাকিব। দেশের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম, ২৩০টি। দ্বিতীয়স্থানে আছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, ২২২টি।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকায় আত্মবিশ্বাসী শরিফুল

দক্ষিণ আফ্রিকায় আত্মবিশ্বাসী শরিফুল

দলে সিনিয়র-জুনিয়র নিয়ে কথা বলাটা অপ্রয়োজনীয়: ডোমিঙ্গো

দলে সিনিয়র-জুনিয়র নিয়ে কথা বলাটা অপ্রয়োজনীয়: ডোমিঙ্গো

‘সাকিব আত্মহত্যাও করতে চেয়েছিলেন’

‘সাকিব আত্মহত্যাও করতে চেয়েছিলেন’

দক্ষিণ আফ্রিকার ‘ন্যাচারাল ভিউয়ে’ মন তাড়াতাড়ি ভালো হবে: আশা সাকিবের

দক্ষিণ আফ্রিকার ‘ন্যাচারাল ভিউয়ে’ মন তাড়াতাড়ি ভালো হবে: আশা সাকিবের