ফর্মে ফিরতে জিম্বাবুয়ে খেলবেন কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৬ পিএম, ২১ জুলাই ২০২২
ফর্মে ফিরতে জিম্বাবুয়ে খেলবেন কোহলি

ব্যাটে নিজের হারানো পারফর্মেন্স খুঁজে পেতে হাজারো চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। তবুও তার ব্যাটের সেই চিরচেনা রানের ফোয়ারার দেখা মিলছে না। সেই ফর্মহীনতা কাটাতে এবার জিম্বাবুয়ে সিরিজে তাকে খেলাতে চায় দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বিরাট কোহলি। সেই সফরে না থাকলেও জিম্বাবুয়ে সফরে তাকে রাখতে চায় বিসিসিআই। এমনটাই জানাচ্ছে বিসিসিআইয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

চলতি বছরের ১৮ আগস্ট থেকে শুরু হবে ভারতের জিম্বাবুয়ে সফর। সেই সফরকে সামনে রেখে এখনো স্কোয়াড ঘোষিত না হলেও সেই দলে থাকতে পারেন বিরাট কোহলি। এমনটাই জানিয়েছে বিসিসিআইয়ের এক কর্মকর্তা।

তিনি বলেন, “নির্বাচকদের সভার আগে বেশ সময় আছে। তবে আমাদের পরিকল্পনাটা হচ্ছে, জিম্বাবুয়ের মাটিতে সিরিজে সে যে ফরম্যাটে সবচেয়ে ভালো, সেই ওয়ানডে ফরম্যাটকে কাজে লাগিয়ে কোহলিকে তার ফর্ম ফেরানোর সুযোগ করে দেওয়া।”

সর্বশেষ সাত বছরের জিম্বাবুয়ের বিপক্ষে কোনো ম্যাচ খেলেননি বিরাট কোহলি। অবশ্য তখন ফর্মে থাকায় তাকে দলে রাখার প্রয়োজনীয়তা বোধ করেনি বোর্ড। এবার তাকে ফর্মে ফেরাতেই জিম্বাবুয়ে সফরে পাঠাতে আগ্রহী দেশটি।

বিরাট কোহলিকে জিম্বাবুয়ে সফরের জন্য বিবেচনা করা হলেও দলের সিনিয়র অনেক ক্রিকেটারকেই দেখা যাবে না বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি ইঙ্গিত দিয়েছেন, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে পারেন ওয়েস্ট ইন্ডিজে অধিনায়কের দায়িত্ব পাওয়া শিখর ধাওয়ান।

ফর্মে না থাকলেও অধিনায়ক রোহিত শর্মা ও নির্বাচকদের কাছ থেকে বারবার সুযোগ পাচ্ছেন বিরাট কোহলি। এছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন কিংবদন্তিদের কাছ থেকেও পাচ্ছেন সমর্থন। শুধু তাই নয়, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ক্রিকেটাররাও তার পাশে দাঁড়িয়েছেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

জিম্বাবুয়ে সফরে টাইগারদের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

জিম্বাবুয়ে সফরে টাইগারদের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

কামিন্সকে ছাড়াই জিম্বাবুয়ে-নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া

কামিন্সকে ছাড়াই জিম্বাবুয়ে-নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া

কাউন্টি ক্রিকেটে পূজারার রেকর্ড তৃতীয় দ্বিশতক

কাউন্টি ক্রিকেটে পূজারার রেকর্ড তৃতীয় দ্বিশতক

দক্ষিণ আফ্রিকায় ফ্রাঞ্চাইজি লিগের ৬ দলের মালিকানায় ভারতীয়রা!

দক্ষিণ আফ্রিকায় ফ্রাঞ্চাইজি লিগের ৬ দলের মালিকানায় ভারতীয়রা!