দলে ফিরলেও ব্যক্তিগত কারণে নিউজল্যান্ডের বিপক্ষে খেলবেন না হেটমায়ার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৫ পিএম, ১৭ আগস্ট ২০২২
দলে ফিরলেও ব্যক্তিগত কারণে নিউজল্যান্ডের বিপক্ষে খেলবেন না হেটমায়ার

প্রায় ৯ মাস পর ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ফিরেছিলেন বাঁহাতি ব্যাটার শিমরন হেটমায়ার। তবে এখনই ওয়ানডে ক্রিকেটে প্রত্যাবর্তন হচ্ছে না তার। ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। 

শুধু হেটমায়ার নন, নিউজিল্যান্ডের বিপক্ষে ঘোষিত ওয়েস্ট ইন্ডিজ দল থেকে ছিটকে গেছেন স্পিনার গুদাকেশ মতি ও পেসার কিমো পলও। মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে এক বিবৃতিতে তিনজনকে না পাওয়ার ব্যাপারে নিশ্চিত করেছে উইন্ডিজ ক্রিকেট।

বিবৃতিতে জানানোয় হয়েছে, পারিবারিক সমস্যায় গায়ানাতে পরিবারের সঙ্গে থাকতে হবে হেটমায়ারকে। এ কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে তাকে পাওয়া যাবে না।

দল ঘোষণার সময়েই বলে দেওয়া চোট থেকে পুরোপুরি সেরে উঠলে তবেই দলের সাথে যোগ দেবেন স্পিনার মতি। কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত চোট থেকে সেরে না ওঠায় দল থেকে ছিটকে গেছেন তিনি। অন্যদিকে ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে নেই পেসার কিমো পলও। 

ব্যাটিং বিপর্যয়ে বৃথা গেল টাইগার বোলারদের লড়াই

তিনজন খেলোয়াড়ের বদলে দুইজন খেলোয়াড় স্কোয়াডে যুক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ। সাত বছর পর ওয়ানডে দলে ডাক পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার জার্মান ব্ল্যাকউড।

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সদ্য সমাপ্ত চারদিনের ম্যাচ খেলা লেগ স্পিনিং অলরাউন্ডার ইয়ানিক কারাইয়াহকেও দলে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ডাক পেলেন এই অলরাউন্ডার। 

ওয়ানডে সুপার লিগের শেষ ম্যাচ এটি ওয়েস্ট ইন্ডিজের। যেখানে ২১ ম্যাচ খেলে আট ম্যাচে জয় পেয়েছে তারা। ৮০ পয়েন্ট নিয়ে ১৩ দলের পয়েন্ট টেবিলে আছে ছয় নম্বরে। এই তালিকা থেকে স্বাগতিক ভারত সহ শীর্ষ সাত দল সরাসরি ২০২৩ বিশ্বকাপ খেলবে।  

পয়েন্ট তালিকায় অন্যদলগুলোর এখনও অনেক  ম্যাচ বাকি। ফলে ওয়েস্ট ইন্ডিজকে টপকে তাদের উপরে উঠে যাওয়া খুব একটা অসম্ভব নয়। সেদিক দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ খুবই গুরুত্বপূর্ণ।

আর এমন গুরুত্বপূর্ণ সিরিজেই কিনা শেষ মুহূর্তে তিনজন খেলোয়াড়কে হারিয়ে ফেললো ওয়েস্ট ইন্ডিজ। যারা স্কোয়াডে থাকলে একাদশেও থাকার সম্ভাবনা ছিল।

বুধবার (১৭ আগস্ট) তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। একই মাঠে ১৯ ও ২১ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ওয়ানডে। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

কয়েক মিনিটেই শেষ এশিয়া কাপে পাক-ভারত মহারণের টিকিট

কয়েক মিনিটেই শেষ এশিয়া কাপে পাক-ভারত মহারণের টিকিট

চেষ্টা করবো -এটা শেষ, আমি করে দেখাব: ইবাদত হোসেন

চেষ্টা করবো -এটা শেষ, আমি করে দেখাব: ইবাদত হোসেন

ইচ্ছা পূরণ হওয়ার আগেই বিদায় বললেন কেভিন ও’ব্রায়েন

ইচ্ছা পূরণ হওয়ার আগেই বিদায় বললেন কেভিন ও’ব্রায়েন

নারী চ্যাম্পিয়নশিপে জ্যোতি-সালমাদের ভাগ্যে ২৬ টি-টোয়েন্টি ও ২৪টি ওয়ানডে

নারী চ্যাম্পিয়নশিপে জ্যোতি-সালমাদের ভাগ্যে ২৬ টি-টোয়েন্টি ও ২৪টি ওয়ানডে