রাজার রাজকীয় ইনিংসে জয়ে শুরু জিম্বাবুয়ের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৯ পিএম, ১৭ অক্টোবর ২০২২
রাজার রাজকীয় ইনিংসে জয়ে শুরু জিম্বাবুয়ের

ব্যাটার সিকান্দার রাজার রাজকীয় ইনিংসের সুবাদে জয় দিয়ে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করলো জিম্বাবুয়ে। প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপের ম্যাচে আয়ারল্যান্ডকে ৩১ রানে হারিয়ে দিয়েছে জিম্বাবুয়ে। পাঁচ নম্বরে ব্যাট হাতে নেমে ৪৮ বলে ৮২ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন রাজা।

সোমবার (১৭ অক্টোবর) হোবার্টে বেলেরিভ ওভালে টস জিতে প্রথমে বোলিং করতে নামে আয়ারল্যান্ড। ইনিংসের দ্বিতীয় বলেই খালি হাতে প্যাভিলিয়নে ফিরেন রেগিস চাকাভা। এরপর আরেক ওপেনার অধিনায়ক ক্রেইগ আরভিনকে নিয়ে ২৮ বলে ৩৭ রান তুলেন ওয়েসলি মাধভেরে। পঞ্চম ওভারে মাধভেরে (২২) ও ষষ্ঠ ওভারে আরভিন (৯) থামেন।

৩৭ রানে ৩ উইকেট পতনের পর দলের হাল ধরেন সিন উইলিয়ামস ও রাজা। উইলিয়ামসের সাথে ২৭ বলে ৪২ রানের জুটি গড়ে জিম্বাবুয়েকে লড়াইয়ে ফেরান রাজা। ১১ বলে ১২ রান করে উইলিয়ামস আউট হলে, ক্রিজে রাজার সঙ্গী হন মিল্টন শুম্বা।

শুম্বাকে নিয়ে পঞ্চম উইকেটে ঝড় তুলে ৩৫ বলে ৫৮ রানের জুটি গড়েন রাজা। যেখানে রাজার অবদান ছিল ২১ বলে ৩৯ রান। এতেই ২৬ বলে টি-টোয়েন্টিতে ষষ্ঠ হাফ-সেঞ্চুরি করেন রাজা। আর ১৪ বলে ১৬ রান করে থামেন শুম্বা।

শেষ দিকে দ্রুত রান তুলতে রাজার সাথে তাল মেলান লুক জঙ্গি। ইনিংসের শেষ ১৭ বলে ৩৩ রান জমা করেন রাজা ও জঙ্গি। এখানে ১০ বলে ৩টি চারে ২০ রান করেন জঙ্গি। ইনিংসের শেষ ওভারে আউটের আগে ৮২ রানের নান্দনিক ইনিংস খেলেন রাজা। তার ইনিংসে ৫টি করে চার-ছক্কা ছিল।

এ ইনিংসের সুবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের কোন ব্যাটার হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলেন রাজা। ফলে ভেঙে যায় সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলরের রেকর্ড। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে কেপ টাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে ১৩৯ রান তাড়া করতে গিয়ে অপরাজিত ৬০ রান করেছিলেন টেইলর। ওই ম্যাচ ৫ উইকেটে জিতেছিল জিম্বাবুয়ে।

রাজার রেকর্ড গড়া ইনিংসের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৪ রানের বড় সংগ্রহ পায় জিম্বাবুয়ে। আয়ারল্যান্ডের জশ লিটল ২৪ রানে ৩ উইকেট নেন।

১৭৫ রানের টার্গেটে শুরু থেকেই চাপে পড়ে আয়ারল্যান্ড। জিম্বাবুয়ের দুই পেসার ব্লেসিং মুজারাবানি-রিচার্ড এনগারাভার তোপে ২২ রানে ৪ উইকেট হারায় আইরিশরা। শুরুর ধাক্কা সামলে ওঠার চেষ্টা করেও সফল হয়নি আয়ারল্যান্ডের মিডল-অর্ডার ব্যাটাররা। বড় জুটি বা বড় ইনিংস খেলতে পারেননি তারা।

তবে ব্যাটারদের ছোট ছোট ইনিংসের কল্যাণে বড় ব্যবধানে হার থেকে রক্ষা পায় আইরিশরা। ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান পায় আয়ারল্যান্ড। কার্টিস ক্যাম্ফার সর্বোচ্চ ২২ বলে ২৭ রান করেন। ২৪ রান করে করেন গ্রেথ ডেলেনি-জর্জ ডকরেল। শেষ দিকে ১৬ বলে অপরাজিত ২২ রান করেন ব্যারি ম্যাকার্থি।

জিম্বাবুয়ের মুজারাবানি ২৩ রানে ৩ উইকেট নেন। এনগারাভা-চাতারা ২টি করে শিকার করেন। ব্যাট হাতে দুর্দান্ত ইনিংসের পর বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রাজা।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

করোনা পজিটিভ খেলোয়াড়রাও বিশ্বকাপে খেলতে পারবে

করোনা পজিটিভ খেলোয়াড়রাও বিশ্বকাপে খেলতে পারবে

প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্স

প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্স

পাত্তাই পেল না উইন্ডিজ, আরেক অঘটন ঘটালো স্কটল্যান্ড

পাত্তাই পেল না উইন্ডিজ, আরেক অঘটন ঘটালো স্কটল্যান্ড

আমিরকে পেছনে ফেললেন ‌‘সবার ছোট’ আয়ান

আমিরকে পেছনে ফেললেন ‌‘সবার ছোট’ আয়ান