সেঞ্চুরি হাঁকিয়ে জবাব দিলেন সৌম্য

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৬ পিএম, ২৬ অক্টোবর ২০১৮
সেঞ্চুরি হাঁকিয়ে জবাব দিলেন সৌম্য

জিম্বাবুয়ের বিপক্ষে ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৮১ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন সৌম্য সরকার। প্রাথমিক দলে না থাকার জ্বালা দলে জায়গা পেয়ে বেশ ভালোভাবেই জবাব দিলেন সৌম্য।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রাথমিক দলে ছিলেন না সৌম্য সরকার। বাজে ফর্মের কারণে সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে রাখা হয়নি তাকে। তবে জাতীয় ক্রিকেট লিগে ভালো করায় সিরিজের শেষ ম্যাচের আগে ১৬ নম্বর সদস্য হিসেবে সৌম্যকে দলে ডাকা হয়। একই সঙ্গে সিরিজের শেষ ম্যাচে একাদশেও জায়গা পান তিনি।

একাদশে জায়গা পেয়েই ব্যাট হাতে জ্বলে উঠলেন সৌম্য। যেন দলের জায়গা না পাওয়ার রাগটা ব্যাট দিয়ে বলে আঘাত করেই মেটান। ওয়ান ডাউনে নেমে ঝড়ো ব্যাটিয়ে তুলে নেন ফিফটি। তার ব্যাটের রানের গতিতে বাড়তে থাকে দলের রানও।

ফিফটির পর ঝড়ো ব্যাটিংয় ৮১ বল খেলেই তুলে নেন সেঞ্চুরি। ওয়ানডে ক্যারিয়ারের এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। বিধ্বংসী এ ব্যাটিংয়ে ৪টি ছক্কা হাঁকান বাঁহাতি এ ড্যাশিং ব্যাটসম্যান। এছাড়া রয়েছে আরও ৯টি চারের মার। তবে ৯২ বল খেলে ১১৭ রানের থেমে যান সৌম্য।

সৌম্য ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালে। সেটাও ছিল মাত্র ৯৪ বলে। এবার করলেন ৮১ বলে। বলা চলে, দলের বাইরে থাকার জবাবটা ব্যাট হাতে ভালেই দিলেন সৌম্য সরকার।


শেয়ার করুন :


আরও পড়ুন

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ

জিম্বাবুয়ে-বাংলাদেশ টেস্ট চার নতুন মুখ

জিম্বাবুয়ে-বাংলাদেশ টেস্ট চার নতুন মুখ

প্রথম বলেই আউট লিটন দাস

প্রথম বলেই আউট লিটন দাস

আবার টেস্ট নেতৃত্বে মাহমুদউল্লাহ

আবার টেস্ট নেতৃত্বে মাহমুদউল্লাহ