উত্তেজনাকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৬ এএম, ২৩ মার্চ ২০১৯
উত্তেজনাকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া

ছবি : এএফপি

বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেয়া সিরিজের শুরুতেই টান টান উত্তেজনাকর ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে দিয়ে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। ২৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৬ বল বাকি থাকতে জয় পেয়েছে অসিরা। আর এ জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

পাকিস্তানের ‘ঘরের মাঠে’ সিরিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছে অ্যারন ফিঞ্চ। ১৩৫ বল মোকাবেলা করে সাজঘরে ফেরার আগে নিজের নামের পাশে যোগ করেন ১১৬ রান। অ্যারন ফিঞ্চ ছাড়াও ৯১ রানের অপরাজিত ছিলেন শন মার্শ।

সংযুক্ত আরব আমিরাতেও অস্ট্রেলিয়া তাদের ফর্ম ধরে রেখেছে। কয়েদিন আগে অজিরা একদিনের ম্যাচে ভারতেকে পরাজিত করেছিল। এবার অ্যারন ফিঞ্চের দারুণ এক সেঞ্চুরিতে ৮ উইকেটের অনায়াস জয়ে সিরিজ শুরু করলো অস্ট্রেলিয়া।

টস জিতে প্রথমে ব্যাট করে হ্যারিস সোহেলের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ১০১* রানে ২৮০ রান সংগ্রহ করে পাকিস্তান।আরব আমিরাতের মাঠে পাকিস্তানের জয়ের জন্য এ স্কোর যথেষ্ট মনে হয়েছিল।

২৮১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ফর্মে থাকা উসমান খাজার দ্রুত ফিরে যাওয়ার পর অস্ট্রেলিয়া বিপাকে পড়ে যায়।ম্যাচও অনেকটা পাকিস্তানের পক্ষে চলে যায়। তবে ৬৩ রান প্রথম উইকেট হারানোর সে ধাক্কা অনায়াসে কাটিয়ে উঠে সফরকারীরা। গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটে রান তুলতে থাকেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

নিষেধাজ্ঞা কাটিয়ে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের দলে ফেরার সংবাদে বিশ্বকাপ একাদশে ফিঞ্চের মতোই অনিশ্চিত হয়ে পড়েছেন শন মার্শ। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ১৭২ রান জুটি গড়েন অ্যারন ফিঞ্চ ও মার্শ।

৪৩তম ওভারে ফিঞ্চকে ফিরিয়ে একটু উত্তেজনার জন্ম দেন মোহাম্মদ আব্বাস। এর আগেই ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি তুলে নেন ফিঞ্চ। সাজঘরে ফেরেন ১১৬ রানে।

ফিঞ্চ আউট হওয়ার পর ৪৫ বলে ৪৬ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার। সেটা ৬ বল বাকি থাকতেই তুলে নিয়েছেন মার্শ ও পিটার হ্যান্ডসকম্ব। হ্যান্ডসকম্ব অপরাজিত ছিলেন ৩০ রানে। আর মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি পাননি মার্শ।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ৫০ ওভারে ২৮০/৫ (মাসুদ ৪০, হারিস ১০১*, আকমল ৪৮; রিচার্ডসন ১/৬৪, কোল্টার-নাইল ২/৬১, লায়ন ১/৩৮, ম্যাক্সওয়েল ১/৫৭)

অস্ট্রেলিয়া : ৪৯ ওভারে ২৮১/২ (খাওয়াজা ২৪, ফিঞ্চ ১১৬, মার্শ ৯১*, হ্যান্ডসকম ৩০*; আব্বাস ১/৪৪, ওয়াসিম ০/৫০, আশরাফ ১/৫০, ইয়াসির ০/৫৬)।

ফল : অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : অ্যারন ফিঞ্চ।


শেয়ার করুন :


আরও পড়ুন

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চে অস্ট্রেলিয়া-পাকিস্তান

বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চে অস্ট্রেলিয়া-পাকিস্তান

মসজিদে হামলার প্রতিবাদ জানালো পাকিস্তান ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল

মসজিদে হামলার প্রতিবাদ জানালো পাকিস্তান ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল

বিশ্বকাপের আগে আইপিএলের লড়াইয়ে বিশ্ব তারকারা

বিশ্বকাপের আগে আইপিএলের লড়াইয়ে বিশ্ব তারকারা