আমিরকে ছাড়াই পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা

সাইফুল ইসলাম সানী সাইফুল ইসলাম সানী প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ১৮ এপ্রিল ২০১৯
আমিরকে ছাড়াই পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা

ফাইল ছবি

আসন্ন আইসিসি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপ ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েছেন পেসার মোহাম্মদ আমির।

বুধবার পিসিবির প্রধান নির্বাচক ইনজামাম উল হক বিশ্বকাপের জন্য ১৫ সদ্যেসের দল ঘোষণা করেন। বিশ্বকাপে নেতৃত্ব দিবেন সরফরাজ আহমেদ।

দল থেকে বাদ পড়েছেন আসিফ আলি ও মোহাম্মদ আমির। তবে আসিফ ও আমির কে ইংল্যান্ডের ‍বিপক্ষে সিরিজের রাখা হয়েছে। আগমী ২৩ এপ্রিল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে পাকিস্তান ছাড়বেন সরফরাজরা।pak

পাকিস্তানের বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন দুই তরুণ পেসার মোহাম্মদ হাসনাইন ও শাহেন শাহ আফ্রিদি। শাহেন শাহ আফ্রিদির দলে থাকাটা মুটামুটি নিশ্চিত ছিল। তবে বড় চমক হলো আরেক পেসার মোহাম্মদ হাসনাইন।

মোহাম্মদ হাসনাইনে চলছি বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয়। তিনি এখন পর্যন্ত তিন ওয়ানডে ম্যাচ খেলেছন। তিন ম্যাচে তিনি দুই উইকেট নেন।

একেবারে নবীন পেসার মোহাম্মদ হাসনাইনকে দলে রাখার ব্যাখা হিসেবে পিসিবির প্রধান নির্বাচক ইনজামাম উল হক বলে, হাসনাইন দলে জায়গা পেয়েছেন মূলত তার বলের পেস ও স্পিডের কারণে। যদিও তিনি খুব একটা বেশি ওয়ানেডে ম্যাচ খেলেনি। তবে তিনি ইতোমধ্যে বোলিংয়ে ভালো প্রভাব ফেলেছেন। বিশেষ করে টপ ওর্ডার ব্যাটসম্যানদের ক্ষেত্রে সে চিন্তার কারণ হতে পারে।

পাকিস্তান দলে জায়গা পেয়েছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান শোয়েব মালিক এবং অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। যদিও খুব একটা ভালো সময় যাচ্ছে না তাদের। দুজনেই গত অভিজ্ঞতার বিচারে দলে ডাক পেয়েছেন।

এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের বিষয়ে প্রধান নির্বাচক বলেন, শোয়েব মালিক এবং মোহাম্মদ হাফিজের গত বিশ্বকাপের খেলার অভিজ্ঞতা আছে। তারা মিডল ওর্ডারে ভালো ভূমিকা রাখতে পারবে।

পাকিস্তান বিশ্বকাপ দল
সরফরাজ আহমেদ (অধিনায়ক), বাবর আজম, আবিদ আলি, ইমাদ ওয়াসিম, হাসান আলি, ফাহিম আশরাফ, ফখর জামান, ইমাম উল হক, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, শাহেন শাহ আফ্রিদি, জুনায়েদ খান, মোহাম্মদ শাদাব, হারিস সোহেল। 


শেয়ার করুন :


আরও পড়ুন

হেনড্রিকস বাদ, আমলাকে ফিরিয়ে দ.আফ্রিকার বিশ্বকাপ দল

হেনড্রিকস বাদ, আমলাকে ফিরিয়ে দ.আফ্রিকার বিশ্বকাপ দল

শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে চার চমক

শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে চার চমক

আর্চারের ভাগ্য ঝুলিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

আর্চারের ভাগ্য ঝুলিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

বাংলাদেশ বিশ্বকাপ দলে নেই তাসকিন, চমক রাহি-সৈকত

বাংলাদেশ বিশ্বকাপ দলে নেই তাসকিন, চমক রাহি-সৈকত