নিয়ম রক্ষার ম্যাচে দক্ষিণ আফ্রিকার একাদশে দুই পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২৮ জুন ২০১৯
নিয়ম রক্ষার ম্যাচে দক্ষিণ আফ্রিকার একাদশে দুই পরিবর্তন

বিশ্বকাপের ৩৫তম ম্যাচে ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ইতোপূর্বে সাত ম্যাচে তিন পয়েন্ট অর্জন করা প্রোটয়িারা টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে। যে কারণে এ ম্যাচটি দক্ষিণ আফ্রিকার জন্য শুধুই নিয়ম রক্ষার ম্যাচ।

টুর্নামেন্টে হারানোর কিছু নেই বলে অন্তত শেষটা ভালো করতে চায় ডু প্লেসিসের দল। পক্ষান্তরে শ্রীলঙ্কা ছয় ম্যাচে ছয় পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে। টুর্নামেন্টে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জয়ের কোন বিকল্প নেই তাদের।

গত ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে হারানোর পর অনেক বেশি আত্মবিশ্বাস ফিরে পেয়েছে শ্রীলঙ্কা। এদিকে গত ম্যাচের দল থেকে দুটি পরিবর্তন এনে এ ম্যাচের সেরা একাদশ সাজিয়েছে দক্ষিণ আফ্রিকা।

লুঙ্গি এনগিডির পরবির্তে সুযোগ পেয়েছেন ডোয়াইন প্রিটোরিয়াস এবং কুচকির ইনজুরিতে পড়া ডেভিড মিলারের পরিবর্তে জেপি ডুমিনি। অন্যদিকে একটি পরিবর্তন এসেছে শ্রীলঙ্কা। জল বসন্তে আক্রান্ত নুয়ান প্রদীপের জায়গায় এসেছেন সুরঙ্গ লাকমাল।

দক্ষিণ আফ্রিকা একাদশ
ফাফ ডু প্লেসিস(অধিনায়ক), আইডেন মার্করাম, কুইন্টন ডি কক, হাশিম আমলা, রাসি ভ্যান ডরি ডুসেন, জেপি ডুমিনি, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, ক্রিস মরিস, ইমরান তাহির।

শ্রীলঙ্কা একাদশ
দিমুথ করুনারত্নে (অধিনায়ক),আবিস্কা ফার্নান্দো , কুসল পেরেরা, কুসল মেন্ডিজ, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনঞ্জয়া ডি সিলভা, জীবন মেন্ডিজ, থিসারা পেরেরা, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমাল।


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের সেমিফাইনাল যে সমীকরণে আবদ্ধ

বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের সেমিফাইনাল যে সমীকরণে আবদ্ধ

সেপ্টেম্বরে ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ

সেপ্টেম্বরে ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ

নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর এখনো চূড়ান্ত নয়

নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর এখনো চূড়ান্ত নয়

ভারতের বিপক্ষে জয়ের ফর্মুলা বাতালেন সৌম্য

ভারতের বিপক্ষে জয়ের ফর্মুলা বাতালেন সৌম্য