ঢাকা টেস্টে ভারতীয় শিবিরে দুঃসংবাদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ২১ ডিসেম্বর ২০২২
ঢাকা টেস্টে ভারতীয় শিবিরে দুঃসংবাদ

বাংলাদেশ সফরে এসে একের পর এক ইনজুরিতে আক্রান্ত ভারতীয় ক্রিকেটাররা। একদিনের ম্যাচ থেকে আগেই চোটের জন্য ছিটকে পড়েছেন অধিনায়ক রোহিত শর্মা। এবার ঢাকা টেস্টে বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত হয়ে পড়লেন ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল।ৎ

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। আর দ্বিতীয় টেস্টে জয়ের ধারা অব্যাহত রাখতে নিজেদের ঝালিয়ে নিচ্ছিল সফরকারীরা। তবে অনুশীলনে ব্যাট করার সময় ডান-হাতে ব্যথা পান রাহুল।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সংবাদ থেকে জানা যায়, ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের তত্বাবধানে ব্যাটিংয়ে থ্রো-ডাউন প্রাকটিস করছিলেন রাহুল। কোচের ছোঁড়া একটি বলই বেকায়দায় লাগে রাহুলের হাতে। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা হিসাবে আঘাত প্রাপ্ত জায়গায় স্প্রে করা হয়। এরপর অনুশীলন করেননি রাহুল।

ফলে ঢাকা টেস্টে বাংলাদেশের বিপক্ষে আদৌ তিনি খেলতে পারবেন কিনা, সেটা নিশ্চিত নয়। তবে ভারতীয় শিবির আশাবাদী যে, টেস্ট ম্যাচ শুরুর আগে পুরোপুরি ফিট হয়ে যাবেন রাহুল।

এ বিষয়ে ব্যাটিং কোচ রাঠোর জানান, খুব একটা গুরুতর আঘাত পাননি রাহুল। তার বিশ্বাস, বৃহস্পতিবার আগে পুরোপুরি ফিট হয়ে যাবেন ঢাকা টেস্টের ভারপ্রাপ্ত অধিনায়ক।

এর আগে বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে, ইনজুরির কারণে বাদ পড়েন ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় ম্যাচে স্লিপে ফিল্ডিং এর সময় বাঁ-হাতের বুড়ো আঙুলের ইনজুরিতে পড়লে দল থেকে ছিটকে পড়েন তিনি। 

স্পোর্টসমেইল২৪/এমটিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

মিরপুর টেস্টে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ

মিরপুর টেস্টে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ

ভারতকে হারিয়ে বড়দিন পালন করতে চান ডোনাল্ড

ভারতকে হারিয়ে বড়দিন পালন করতে চান ডোনাল্ড

ব্রাজিলে আসার আমন্ত্রণ পেয়েছেন লিওনেল মেসি

ব্রাজিলে আসার আমন্ত্রণ পেয়েছেন লিওনেল মেসি

মেসির জার্সিতে পা মুছে অপমান!

মেসির জার্সিতে পা মুছে অপমান!