সেঞ্চুরি থেকে ৬ উইকেট দূরে তাইজুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪২ এএম, ৩০ নভেম্বর ২০১৮
সেঞ্চুরি থেকে ৬ উইকেট দূরে তাইজুল

ছবি : ক্রিকইনফো

ক্যারিয়ারে এখন পর্যন্ত ২২ টেস্টের ৪০ ইনিংসে বল হাতে ৯৪ উইকেট শিকার করেছেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। অর্থাৎ আর মাত্র ৬ উইকেট শিকার করলেই তৃতীয় বাংলাদেশি হিসেবে ক্রিকেটের বড় ফরম্যাটে একশ শিকারের মালিক হবেন তিনি।

বাংলাদেশের হয়ে ইতোমধ্যে একশ’ উইকেট শিকারের স্বাদ নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান ও মোহাম্মদ রফিক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হওয়া ঢাকা টেস্টে একশ উইকেট শিকার পূর্ণ করতে পারেন তাইজুল।

চলতি বছর দুর্দান্ত পারফরমেন্স করে চলেছেন তিনি। বল হাতে ৬ ম্যাচের ১১ ইনিংসে ৪০ উইকেট শিকার করেছেন তাইজুল। ফলে উইকেট শিকারে বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে রয়েছেন তিনি। চট্টগ্রাম টেস্টে ক্যারিবীয়দের বিপক্ষে ১ ও ৬ উইকেট নেন এই বাঁ-হাতি স্পিনার।

টেস্টে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেট শিকার করে সবার উপরে আছেন সাকিব। ৫৪ ম্যাচের ৯১ ইনিংসে ২০১ উইকেট সাকিবের। দ্বিতীয়স্থানে রয়েছেন রফিক। ৩৩ ম্যাচের ৪৮ ইনিংসে ১০০ উইকেট নিয়েছেন তিনি।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি শীর্ষ পাঁচ বোলার
সাকিব আল হাসান : ম্যাচ ৫৪, ইনিংস ৯১, উইকেট ২০১
মোহাম্মদ রফিক : ম্যাচ ৩৩, ইনিংস ৪৮, উইকেট ১০০
তাইজুল ইসলাম : ম্যাচ ২২, ইনিংস ৪০, উইকেট ৯৪
মাশরাফি বিন মর্তুজা : ম্যাচ ৩৬, ইনিংস ৫১, উইকেট ৭৮
মেহেদি হাসান মিরাজ : ম্যাচ ১৭, ইনিংস ৩১, উইকেট ৭২।


শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকা টেস্টেও টস ভাগ্য বাংলাদেশের

ঢাকা টেস্টেও টস ভাগ্য বাংলাদেশের

সাদমানের অভিষেক, লিটনে বাদ মোস্তাফিজ

সাদমানের অভিষেক, লিটনে বাদ মোস্তাফিজ

মুশফিক-তাইজুলের হাতে ম্যাচ ও সিরিজ সেরা পুরস্কার

মুশফিক-তাইজুলের হাতে ম্যাচ ও সিরিজ সেরা পুরস্কার

দায়িত্বটা উপভোগ করছেন তাইজুল

দায়িত্বটা উপভোগ করছেন তাইজুল