গাভাস্কারকে এখনও আমন্ত্রণপত্র পাঠায়নি অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৮ পিএম, ০৩ জানুয়ারি ২০১৯
গাভাস্কারকে এখনও আমন্ত্রণপত্র পাঠায়নি অস্ট্রেলিয়া

ফাইল ছবি

ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের নামকরণ দেশ দু’টির দুই কিংবদন্তি খেলোয়াড় অ্যালান বোর্ডার ও সুনীল গাভাস্কারের নামে। প্রতিবারই সিরিজ শেষে এই দুই কিংবদন্তি বিজয়ী দলের হাতে তাদের নামে করা ট্রফি তুলে দেন।

তবে এবার হয়তো এই প্রথা ভেঙ্গে যাচ্ছে। ভারতের কিংবদন্তি গাভাস্কারকে এখনও আমন্ত্রনপথ পাঠায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

এ ব্যাপারে গাভাস্কার বলেন, ‘গত মে মাসে সিএ’র তৎকালীন সিইও জেমস সাদারল্যান্ড সিডনি টেস্টের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমাকে বলেছিলেন। কিন্তু, পরে সাদারল্যান্ড সিইও পদ থেকে সরে যান। কিন্তু এরপর আর সিএ’র কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি বা আমাকে কোন আমন্ত্রন পাঠায়নি।’

তবে গাভাস্কার আশা করছে, সিডনি টেস্ট শেষের আগেই আমন্ত্রন পত্র পেয়ে যাবেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

শপথ নিলেন এমপি মাশরাফি, জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা

শপথ নিলেন এমপি মাশরাফি, জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা

সিলেট সিক্সার্সের হয়ে খেলতে ঢাকায় ওয়ার্নার

সিলেট সিক্সার্সের হয়ে খেলতে ঢাকায় ওয়ার্নার

অখ্যাত স্পিনার নিয়ে মুখ খুললেন প্রীতি

অখ্যাত স্পিনার নিয়ে মুখ খুললেন প্রীতি

দলে জায়গা না পেয়ে আফ্রিদিকে দোষলেন সালমান বাট

দলে জায়গা না পেয়ে আফ্রিদিকে দোষলেন সালমান বাট