২১৭ রানের লিডে দিন শেষ করলো নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৫ এএম, ০১ মার্চ ২০১৯
২১৭ রানের লিডে দিন শেষ করলো নিউজিল্যান্ড

ছবি: ক্রিকইনফো

হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসে বড় লিডের পথে রয়েছে নিউজিল্যান্ড। ৪ উইকেট হারিয়ে ৪৫১ রান করে নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় দিন শেষ করেছে। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৩৪ রান পেরিয়ে নিউজিল্যান্ডের লিড হয়ে গেছে ২১৭।

উইলিয়ামসন ৯৩ ও নেইল ওয়াগনার ১ রানে অপরাজিত আছেন। এর আগে ১৩২ রান করে মাহমুদউল্লাহর বলে আউট হন জিত রাভাল। অন্যদিকে ১৬১ রান করে সৌম্য সরকারের বলে আউট হন টম ল্যাথাম। এটি ল্যাথামের নবম টেস্ট সেঞ্চুরি। টস টেইলরকে এলবিডব্লিউর এর ফাঁদে ফেলেন সৌম্য।

পরে রস টেইলর আউট করে সৌম্য তার দ্বিতীয় উইকেট তুলে নেয়। টেইলর ফিরেন ৪ রান করে। অর্ধশত তুলে নেওয়া হেনরি নিকোলস যখন নিউজিল্যান্ডের রান আরো বড় করছিল তখন তাকে আঘাত হানেন মেহেদি হাসান মিরাজ। নিকোলস ফিরেন ৫৩ রানে।

এর আগে, বৃহস্পতিবার হ্যামিল্টনে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক নিউজিল্যান্ড। ব্যাট হাতে নেমে শুরু থেকে দুর্দান্ত খেলেন তামিম। সাদমান ইসলামকে নিয়ে ওপেনিং জুটিতে করেন ৫৭ রান। এ সময় ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে যান সাদমান (২৪)।

এরপর দ্বিতীয় উইকেটে তামিমের সঙ্গে জুটি বাঁধেন মুমিনুল। বড় ইনিংস খেলতে না পারলেও তামিমকে ভালো সমর্থন যোগান তিনি। দলীয় ১২১ রানে মুমিনুল (১২) ফিরে গেলে অবস্থা পাল্টে যায়।

এরপর নিয়মিত বিরতিতে পতন হতে থাকে উইকেট। দলীয় ১৮০ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হন তামিম। আউট হওয়ার আগেই ১২৮ বল থেকে ২১টি চার ও একটি ছক্কার মারে ১২৬ রান করেন তামিম। এটি টেস্টে তার নবম সেঞ্চুরি। শেষ পর্যন্ত ২৩৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

অন্য ব্যাটসম্যানদের মধ্যে লিটন দাস (২৬) ও মাহমুদউল্লাহ (২২) ছাড়া কেউ উল্লেখযোগ্য স্কোর গড়তে পারেননি। নেইল ওয়াগনার ৪৭ রান খরচায় পাঁচটি এবং টিম সাউদি ৭৬ রানে নেন তিনটি উইকেট।


শেয়ার করুন :


আরও পড়ুন

৪০০ পূর্ণ করলো নিউজিল্যান্ড

৪০০ পূর্ণ করলো নিউজিল্যান্ড

২৩৪ রানে অলআউট, সান্ত্বনা শুধু তামিমের সেঞ্চুরি

২৩৪ রানে অলআউট, সান্ত্বনা শুধু তামিমের সেঞ্চুরি

নবম টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন তামিম

নবম টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন তামিম

সবুজ উইকেটে কতটা দাঁড়াতে পারবে বাংলাদেশ?

সবুজ উইকেটে কতটা দাঁড়াতে পারবে বাংলাদেশ?