আমিরের অবসরে চটেছেন সাবেক তারকারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০২ এএম, ২৮ জুলাই ২০১৯
আমিরের অবসরে চটেছেন সাবেক তারকারা

পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির ২৭ বছর বয়সেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ায় বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছেন দেশটির সাবেক তারকা ক্রিকেটারা। আমিরের এমন সিদ্ধান্তের সমালোচনাও করেছেন তারা।

ইংল্যান্ডে সদ্য সমাপ্ত বিশ্বকাপে পাকিস্তান দলের সর্বোচ্চ উইকেট শিকারী আমির হঠৎ করেই শুক্রবার (২৬ জুলাই) টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে পুনরায় খেলা ফেরা আমির মাত্র ৩৬ টেস্ট খেলেছেন।

পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম টুইট করেন, ‘টেস্ট ক্রিকেট থেকে আমিরের অবসর নেওয়ার সিদ্ধান্ত আমার কাছে কিছুটা বিস্ময়ের। কেননা ২৬-২৮ বছর বয়স আপনার সেরা সময় এবং টেস্ট ক্রিকেট হচ্ছে সেই জায়গা যেখানে সেরাদের বিপক্ষে আপনার পরীক্ষা মিলবে, এটাই চূড়ান্ত ফরম্যাট। অস্ট্রেলিয়ায় দুই এবং ইংল্যান্ডে তিন টেস্টে পাকিস্তানের তাকে দরকার।’

আমিরের অবসরে এক রহস্যজনক টুইট করেছেন সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিস। আমিরকে ট্যাগ করে তিনি লিখেছেন, ‘সাদা বলের ক্রিকেটে তোমার জন্য শুভ কামনা।’

তবে নিজের হতাশা প্রকাশ করতে ভুল করেননি রাজা। তিনি লিখেছেন, ‘২৭ বছর বয়সে আমিরের টেস্ট ক্রিকেট ছেড়ে দেওয়াটা হতাশার। যা তারকা ও কিংবদন্তী তৈরি করে এমন ফরম্যাটকে বিদায় জানানো পাশাপাশি পাক ক্রিকেটের প্রয়োজনীয়তার কথাটাও ভাবা দরকার ছিল। কেননা, টেস্ট ক্রিকেটকে পুনরায় ভালো অবস্থানে মরিয়া হয়ে আছে পাকিস্তান।’

পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার বলেন, স্পট ফিক্সিং কেলেঙ্কারির কারণে নিষিদ্ধ হওয়ার পর পুনরায় খেলায় ফেরা আমিরের জন্য পাকিস্তান ক্রিকেট বিনিয়োগ করেছে।

নিজের ইউটিউব চ্যানেলে আখতার বলেন, ‘এখন পাকিস্তান ক্রিকেটকে আমিরের প্রতিদান দেওয়ার সময় ছিল। আমার বয়স ২৭ বছর হলে আমি টেস্ট ক্রিকেট খেলতে পছন্দ করতাম। এটাই একজন ক্রিকেটারের চূড়ান্ত পরীক্ষা। আমিরের খেলা চালিয়ে যাওয়া এবং ধুকতে থাকা পাকিস্তান দলকে টেস্ট জয়ে সাহায্য করা উচিত ছিল।’

টেস্ট ফরম্যাটে না খেললেও দেশের হয়ে সিমিত ওভারের ক্রিকেট চালিয়ে যাওযার ঘোষণা দিয়েছেন আমির। আখতার বলেন, ‘আমি পাকিস্তান দল নির্বাচন কমিটির সদস্য হলে যে সকল খেলোয়াড় টি-২০ খেলতে চায় তাদেরকে মেনে নিতাম না। একটা সময় থাকে যখন আপনার টাকা কামানো দরকার। কিন্তু এখন তোমাকে পাকিস্তানের দরকার। এ বিষয়টি বিবেচনায় নিতে আমি বোর্ডকে অনুরোধ করছি। আমিরের বয়স মাত্র ২৭ এবং তার অবসর থেকেই তার মানসিকতার পরিচায় পাওয়া যায়। আমি মনে করছি, বিষয়টি দেখার জন্য পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য এটাই সময়।’

তিনি আরও বলেন, ‘এসব বোলার কেবলমাত্র টি-২০ বোলার হতে চায়। এটাই সত্যি। আমির, ওয়াহাব রিয়াজ, হাসান আলী এরা কেবলমাত্র টি-২০ খেলতে চায়। ওয়ানডে খেলাটাও তাদের জন্য অনেক বড় কিছু।’

শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৯ সালে জুলাই মাচে গল-এ টেস্ট অভিষেক হওয়া আমির ৩০.৪৭ গড়ে ১১৯ উইকেট শিকার করেছেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

বাদ যাচ্ছে আর্থার, আলোচনায় অ্যান্ডি ফ্লাওয়ার ও সাকলাইন মুশতাক

বাদ যাচ্ছে আর্থার, আলোচনায় অ্যান্ডি ফ্লাওয়ার ও সাকলাইন মুশতাক

পিসিবির সঙ্গে থাকছেন না ইনজামাম

পিসিবির সঙ্গে থাকছেন না ইনজামাম

পাকিস্তানে টেস্ট খেলতে ‌‘রাজি’ শ্রীলঙ্কা

পাকিস্তানে টেস্ট খেলতে ‌‘রাজি’ শ্রীলঙ্কা

পৃথক অধিনায়ক ও কোচ নিয়োগ দিতে পারে পিসিবি

পৃথক অধিনায়ক ও কোচ নিয়োগ দিতে পারে পিসিবি