সেঞ্চুরিতে রোহিতের অন্যরকম রেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৬ পিএম, ১৯ অক্টোবর ২০১৯
সেঞ্চুরিতে রোহিতের অন্যরকম রেকর্ড

ছবি : বিসিসিআই

ভারতের রাঁচিতে অন্যরকম রেকর্ডের মালিক হলেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাঁচিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি স্বাদ পান রোহিত শর্মা।

সিরিজের প্রথম দুই টেস্টের পর আজকে করা সেঞ্চুরির মাধ্যমে এ বছর লঙ্গার ভার্সনে তার শত রান সংখ্যা তিনটি। ওয়ানডেতে এ বছর ৬টি সেঞ্চুরি করেছেন রোহিত।

সব মিলিয়ে এ বছর এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে রোহিতের মোট সেঞ্চুরি ৯টি। যার মাধ্যমে এক বছরে ওপেনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করলেন রোহিত।

এক বছরে ওপেনার হিসেবে ৯টি করে সেঞ্চুরি রয়েছে ভারতের শচীন টেন্ডুলকর, দক্ষিণ আফ্রিকার গ্রাহাম স্মিথ ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের। এবার তাদের পাশে যুক্ত হলো রোহিতের নাম।

এছাড়াও এক টেস্ট সিরিজের সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন রোহিত। চলতি সিরিজের প্রথম দুই টেস্টে ১৩টি ছক্কা মারেন রোহিত। শনিবার তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিন ৪টিসহ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজে তার ছক্কার সংখ্যা ১৭টি। এর মাধ্যমে ইংল্যান্ডের বেন স্টোকসকে টপকে গেলেন রোহিত। চলতি বছর অ্যাশেজে ১৫টি ছক্কা মেরেছিলেন স্টোকস।


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে ‌‘বিশ্রামে’ কোহলি

বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে ‌‘বিশ্রামে’ কোহলি

নেতৃত্ব হারালেন সরফরাজ, নতুন দায়িত্বে আজহার ও বাবর

নেতৃত্ব হারালেন সরফরাজ, নতুন দায়িত্বে আজহার ও বাবর

দক্ষিণ আফ্রিকার লক্ষ্য একটি হলেও ভারতের দৃষ্টি দুদিকে

দক্ষিণ আফ্রিকার লক্ষ্য একটি হলেও ভারতের দৃষ্টি দুদিকে

বাংলাদেশ-ভারত টেস্টে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন সৌরভ

বাংলাদেশ-ভারত টেস্টে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন সৌরভ