আঙুলের ব্যথা নিয়ে থাইল্যান্ড গেলেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২০ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৮
আঙুলের ব্যথা নিয়ে থাইল্যান্ড গেলেন সাকিব

ঢাকায় ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে আচমকা বাম হাতের কনিষ্ট আঙুলে আঘাত পান সাকিব আল হাসান। এরপর আর মাঠে নামা হয়নি। খেলা হয়নি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে। আশা করা হচ্ছিল শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে তিনি ফিরতে পারবেন। কিন্তু এ টুর্নামেন্টেও তাকে নিয়ে দেখা দিয়েছে আশঙ্কা।

সর্বশেষ খবর হলো হাতের আঙুলের ব্যাথা পুরোপুরি ভালো না হওয়া থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে উড়াল দিয়েছেন সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বিসিবি সূত্রে জানা গেছে, প্রথম ম্যাচটা খেলতে পারছেন না সাকিব, এটা নিশ্চিত। তার পরিবর্তে নিদাহাস ট্রফিতে ওই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বিসিবির প্রধান নির্বাহী মিডিয়াকে জানিয়েছেন, ব্যাংককে দু’জন অর্থোপেডিক সার্জনের সঙ্গে সাকিবের অ্যাপয়েন্টমেন্ট নেয়া আছে। গতকাল (সোমবার) রাতেই তিনি ব্যাংকক গিয়েছেন। ডাক্তারের পরামর্শ নিয়ে শ্রীলঙ্কা সফরের আগেই সাকিব দেশে ফিরবেন। আশা করছি, দলের সঙ্গেই শ্রীলঙ্কা যেতে পারবেন সাকিব।

শ্রীলঙ্কার নিদাহাস ট্রফিতে অংশ নিতে আগামী ৪ মার্চ কলম্বোর উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার থেকে শুরু হবে নিদাহাস ট্রফির জন্য পুরো দলের অনুশীলন, চলবে টানা তিনদিন এবং ২ তারিখ অনুশীলন শেষ হবে। এখন অপেক্ষার বিষয় এরি মধ্যে সাকিব আল হাসানের ইনজুরি কতটা ভালো হয়!


শেয়ার করুন :


আরও পড়ুন

দল ঘোষণা, সাকিবকে রাখা হলেও ফেরেননি মাশরাফি

দল ঘোষণা, সাকিবকে রাখা হলেও ফেরেননি মাশরাফি

হেড কোচ ওয়ালশ, সুজন ম্যানেজার

হেড কোচ ওয়ালশ, সুজন ম্যানেজার

ছন্দে ফেরা মোস্তাফিজের টানা তৃতীয় হার

ছন্দে ফেরা মোস্তাফিজের টানা তৃতীয় হার

আরও ব্যালন ডি জিততে চান রোনালদো

আরও ব্যালন ডি জিততে চান রোনালদো