টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৬ এএম, ০৯ মার্চ ২০১৮
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিদাহাস ট্রফিতে নিজেদের প্রথম ও টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ম্যাচ হলেও ভারতের এটি দ্বিতীয় ম্যাচ। আগের ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরে গেছে ভারত।

এদিকে টুর্নামেন্টের এ দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ফলে টসে হেরে প্রথমে ব্যাট করছে মাহমুদুল্লাহর নেতৃত্বাধীন বাংলাদেশ।

ক্রিকেটের যেকোন ফরমেটে ভারতের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ভারত যেখানে তিন নম্বরে, বাংলাদেশ সেখানে দশে। এখন পর্যন্ত ৫বারের দেখায় সবগুলো ম্যাচই হেরেছে টাইগাররা। তবে প্রতিপক্ষের দুর্বলতা কিংবা অন্য দলের কাছ থেকে অনুপ্রেরণা খুঁজতে রাজি নন অধিনায়ক মাহমুদউল্লাহ। তার ভাবনায় ভারত নয়, শুধু বাংলাদেশ।

অন্যদিকে ফর্মের তুঙ্গে থাকা ভারত টুর্নামেন্টের প্রথম ম্যাচেই হারের স্বাদ পেয়েছে। ফলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও জয়ের স্বাদ পেতে মরিয়া ভারত দলপতি রোহিত শর্মা।

তিনি বলেছেন, ‘আমাদের আরও ভালো বোলিং করার প্রয়োজন ছিল। তবে দলের বোলাররা চেষ্টার কমতি রাখেনি। তারপরও বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আমরা আরও ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব।’

বাংলাদেশ একাদশ
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন অপু।

ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, সুরেশ রায়না, মানিশ পান্ডে, ঋসভ পান্থ, দিনেশ কার্তিক, ওয়াশিংটন সুন্দর, বিজয় শংকর, যুজবেন্দ্রা চাহাল, শারদুল ঠাকুর ও জয়দেব উনাদকট।


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের বিপক্ষে জয় দিয়ে শুরু চায় বাংলাদেশ

ভারতের বিপক্ষে জয় দিয়ে শুরু চায় বাংলাদেশ

ভারত নয়, ভাবনায় শুধু বাংলাদেশ

ভারত নয়, ভাবনায় শুধু বাংলাদেশ

এটাই সেরা সময় : তামিম

এটাই সেরা সময় : তামিম

এপ্রিলেই কোচ, আর দেরি নয়

এপ্রিলেই কোচ, আর দেরি নয়