ভারতকে ১৫৩ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫২ পিএম, ১২ মার্চ ২০১৮
ভারতকে ১৫৩ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা

প্রথমে ব্যাট করে ভারতকে ১৫৩ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক শ্রীলঙ্ক। ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৯ ওভারে ১৫২ রান সংগ্রহ করে স্বাগতিক শ্রীলঙ্কা। ফলে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কা বিপক্ষে জয় পেতে ১৫৩ রানের টার্গেচে ব্যাট করছে রোহিত শর্মার ভারত।

এর আগে নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নিয়েছে সফরকারী ভারত। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি।

লিগের প্রথম পর্বে বাংলাদেশ-শ্রীলঙ্কা ও ভারত ২টি করে ম্যাচ খেলেছে। প্রত্যকেই ১টি করে ম্যাচ হেরেছে ও জিতেছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারায় শ্রীলঙ্কা। এরপর বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে এবারের আসরে প্রথম জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।

টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারের লজ্জা দেয় বাংলাদেশ। তিন দলের পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে শ্রীলঙ্কা। এরপরের দু’টিস্থানে রয়েছে যথাক্রমে ভারত ও বাংলাদেশ।


শেয়ার করুন :


আরও পড়ুন

ফিরতি পর্বে মুখোমুখি শ্রীলঙ্কা-ভারত

ফিরতি পর্বে মুখোমুখি শ্রীলঙ্কা-ভারত

বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় পাকিস্তান

বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় পাকিস্তান

এপ্রিলে নিজে দেশে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে পাকিস্তান

এপ্রিলে নিজে দেশে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে পাকিস্তান

চান্দিমাল নিষিদ্ধ, রিয়াদের জরিমানা

চান্দিমাল নিষিদ্ধ, রিয়াদের জরিমানা