প্রথম ম্যাচে আট ব্যাটসম্যান নিয়ে খেলছে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫০ এএম, ০৪ আগস্ট ২০২১
প্রথম ম্যাচে আট ব্যাটসম্যান নিয়ে খেলছে বাংলাদেশ

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নেমেছে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে একাদশ থেকে দুই পরিবর্তন এনে মাঠে নেমেছে টাইগাররা। একাদশে একজন বোলার কমিয়ে বাড়ানো হয়েছে ব্যাটসম্যান। শেষ পর্যন্ত একাদশে আছেন আট ব্যাটসম্যান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো দ্বি-পাক্ষিক সিরিজে মাঠে নামলো বাংলাদেশ। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে চার বার দুই দল মুখোমুখি হয়েছিল। চারবারই জয় তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের জন্য জিম্বাবুয়ের সাথে করা দুর্দান্ত পারফর্মেন্স বাংলাদেশকে আত্মবিশ্বাস যোগাচ্ছে।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। টপ অর্ডারে আছেন নাঈম শেখ, সৌম্য সরকার এবং সাকিব আল হাসান। তিন বাঁহাতি ব্যাটসম্যান নিয়ে সাজানো হয়েছে একাদশ। অপরদিকে অস্ট্রেলিয়া দলে নেই কোনো নিয়মিত অফ স্পিনার।

এছাড়াও বাংলাদেশ দলের মিডল অর্ডারের ভরসার নাম অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। মিডল অর্ডারে থাকবেন দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পাওয়া নুরুল হাসান সোহান এবং তরুণ আফিফ হোসেন ধ্রুব।

লোয়ার মিডল অর্ডারে বাংলাদেশ দলের ভরসার জায়গা হয়ে থাকবেন জিম্বাবুয়ে সিরিজে অভিষিক্ত শামীম পাটোয়ারি। সাথে দায়িত্ব নিতে পারেন শেখ মাহেদী।

বোলিং বিভাগে পূর্ণ দায়িত্ব থাকবে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের উপর। এছাড়াও পেস বোলিংয়ে তাকে সঙ্গ দিবেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। দলের একমাত্র স্পেশালিস্ট স্পিনার নাসুম আহমেদ।

স্পিন বোলিংয়ে বাংলাদেশের মূল ভরসার নাম দেশসেরা স্পিনার সাকিব আল হাসান। এছাড়াও দলের প্রয়োজনে হাত ঘুরাতে পারবেন শেখ মাহেদী এবং কাপ্তান মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শামীম পাটোয়ারী, মাহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ
ম্যাথিউ ওয়েড (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপে, মিচেল মার্শ, ময়েস হেনরিক্স, অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা এবং জশ হ্যাজলেউড।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ লাইভ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ লাইভ

বাংলাদেশে না আসলেও পাকিস্তান যাচ্ছে ইংল্যান্ড

বাংলাদেশে না আসলেও পাকিস্তান যাচ্ছে ইংল্যান্ড

স্থগিতই হলো ইংলিশদের ঢাকা সফর, দুই বছর পর নতুন সূচি

স্থগিতই হলো ইংলিশদের ঢাকা সফর, দুই বছর পর নতুন সূচি

ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে হোঁচট খেল ভারত

ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে হোঁচট খেল ভারত