বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দিয়েছেন।
দেশের প্রয়োজনে আরও কাজ করবেন বলে জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, “ইতিমধ্যেই বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা (বিসিবির) নির্বাচন করা হবে এবং প্রপার নির্বাচনই করবো।”
তিনি আরও বলেন, “এখানে (বিসিবিতে) সভাপতি নির্বাচন হয় না। পরিচালকদের নির্বাচন হয়, সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করবো, পরবর্তীতে যদি সুযোগ হয়, আমি চেষ্টা করবো যেভাবে হোক বাংলাদেশকে সার্ভ করার।”
একদিন আগে সোমবার (১ সেপ্টেম্বর) সিলেটে বোর্ড মিটিংয়ে বিসিবির নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি বছরের অক্টোবরের নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হলেও চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়নি।
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মাধ্যমে প্রথমে বিসিবি পরিচালক এবং পরে সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। সভাপতি হওয়ার পর স্বল্প সময়ে টি-টোয়েন্টি ইনিংসের মতো কাজ করতে চেয়েছিলেন তিনি। একই সাথে পরিচলাক পদে নির্বাচন না করার সিদ্ধান্তও জানিয়েছিলেন।
তবে এবার সরাসরি ভোটের মাধ্যমে পরিচালক হওয়ার কথা জানালেন দেশের সাবেক এই অধিনায়ক।